রাজধানীর বাড্ডায় ট্রাকের ধাক্কায় তারা মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বাম পা নেই। স্টিলের ক্র্যাচ নিয়ে তিনি চলাফেরা করতেন।
রোববার (২০ মার্চ) সকাল ৪টায় পূর্ব বাড্ডা বাড্ডা শাহাবুদ্দিন মোড়ে কবরস্থান রোডে এ দুর্ঘটনা ঘটে।
তারা মিয়া কুমিল্লা তিতাস উপজেলা চর মোহনপুর গ্রামের মৃত হায়দার আলী ছেলে। তিনি ২২নং পূর্ব বাড্ডা কবরস্থান রোডে ভাড়া বাসায় থাকতেন। পাঁচ ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি। মৃতের স্ত্রী হনুফা বেগম বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন।
বাড্ডা থানার উপ-পরিদর্শক এসআই মো. গোলাম মোস্তফা বলেন, রাস্তা পারের সময় দ্রুত গতির ট্রাকের ধাক্কায় মাথায় চাপ খেয়ে ঘটনাস্থলেই মারা যান তারা মিয়া। খবর পেয়ে সকাল সাড়ে ৪টায় সেখান থেকে তাকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ট্রাকটি এখনো শনাক্ত করা যায়নি, তবে সিসি ফুটেজ দেখে চেষ্টা চলছে, যোগ করেন গোলাম মোস্তফা।
আরও পড়ুন: সৌদি আরবে ড্রোন হামলা
এসআই বলেন, তারা মিয়া দীর্ঘ পাঁচ বছর যাবত পুঙ্গ অবস্থায় চলাফেরা করতেন।
মৃতের ছেলে রুবেল মিয়া জানান, পূর্ব বাড্ডা কবরস্থানে রোডের ভাড়া বাসা থেকে ভোরে চা খেতে বের হন তারা মিয়া। দীর্ঘ ১৩ বছর যাবত পায়ে গেংডিং সমস্যা ছিলো তার। পরবর্তীতে পাঁচ বছর পূর্বে বাম পাঁ হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়। ডান পায়েও সমস্যা ছিলো। স্টিলের ক্রাচ নিয়ে চলাফেরা করতেন।
একাত্তর/আরএ