রাজধানীর পল্টনে আড়াই বছরের সন্তানকে সামনে রেখে এক মোসাঃ আফিছা আফরিন সামিহা (২৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সামিহার স্বামী মোঃ মিরাজ একজন সৌদি প্রবাসী।
সত্যতা নিশ্চিত করে পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, রুমে ভেতর ধীর্ঘ সময় ধরে শিশুর কান্না শুনে বাড়ির দারোয়ান রুমে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পান শিশুটির মা ফ্যানের সাথে ঝুলছে। পরে পুলিশ কে সংবাদ দেয়া হয়।
সংবাদ পেয়ে পল্টন থানার পুলিশ জোনাকি রোডের ভাড়া বাসার ৪র্থ তলা থেকে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় অই গৃহিণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯ টায় তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সামিহার একমাত্র সন্তান সাজিদকে উদ্ধার করে স্বজনদের কাছে রাখা হয়েছে বলেও জানিয়েছেন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান।
লক্ষিপুরের রামগঞ্জ উপজেলার নাসির উদ্দিনের মেয়ে সাহিমা ঐ বাসায় তার বাবা মায়ের সাথে থাকতো।
ঘটনার দিন (২৪ মার্চ) সামিহার বাবা-মা বেড়াতে গ্রামের বাড়ি গিয়েছেন। বাসায় সামিহা তার সন্তানকে নিয়ে ছিলেন। কি কারনে সামিহা আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছুই জান যায়নি। তার ব্যাবহারিত মোবাইল ফোনটি লক করা অবস্থায় উদ্ধার করা হয়। তদন্ত পূবর্ক ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
একাত্তর/এসএ