সেকশন

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
 

হেফাজতের সহিংসতাকারীরা চিহ্নিত: র‌্যাব

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০৭:৫৮ পিএম

সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় হেফাজতে ইসলামের সহিংসতায় অংশগ্রহণকারীদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার র‌্যাবের লিগ্যাল মিডিয়া পরিচালক কমান্ডর খন্দকার আল মঈন একাত্তরকে এ তথ্য জানান।

এই র‌্যাব কর্মকর্তা জানান, হেফাজতের মদতে সাম্প্রতিক সময়ে হওয়া সবগুলো সহিংসতায় জড়িতদের এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে। মঈন জানান, সহিংসতা ঘটনার পেছনে থাকা মদদ ও উস্কানির সঙ্গে জড়িত হেফাজতের বিভিন্ন পর্যায়ের ১২জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। 

অপরদিকে হেফাজতের সহিংসতার ঘটনায় দায়ের করা ১৬টি মামলার তদন্ত দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

image


পিবিআইয়ের ডিআইজি বনজ কুমার মজুমদার একাত্তরকে জানান, হেফাজত নেতা, যারা সহিংস ঘটনার উস্কানি, মাদ্রাসার শিক্ষার্থীদের মাঠে নামিয়েছেন তাদের তালিকা ধরে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

গোয়েন্দা তথ্যে দেশ অস্থিতিশীল করতে সরকার বিরোধী একাধিক রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতে ইসলামের অর্ধশত নেতার যোগাযোগ থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদেরই  সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। 



এদিকে মামলাগুলো তদন্ত কর্মকর্তারা বলেন, হেফাজতের সহ সভাপতি মাওলানা জুবায়ের, আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত, জুনায়েদ আল হাবিব, শরিয়ত উল্লাহ, জালাল উদ্দিন আহমেদ এবং মামুনুলহকসহ সম্প্রতি ছোট-বড়ো প্রায় দেড়শ নেতা কর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত বিভিন্ন সংস্থার কাছে ভাগ করে দেওয়া হচ্ছে।

হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হকসহ গ্রেপ্তার কেন্দ্রীয় নেতাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তদন্ত কর্মকর্তারা।

২৪ দল নিয়ে ২৩ দিনের জমকালো আয়োজনে পর্দা নামলো গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের।
চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনটির নতুন নেতা নির্বাচন করা হয়েছে।
রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা ও ওয়ান্টভুক্তসহ ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার হয়েছেন ৪৭৭ জন।
নতুন এই উদ্ভাবনী, উন্নত ও আধুনিক প্রযুক্তি হাজির করে এশিয়ান পেইন্টস আবারও প্রমাণ করেছে, তারা সবসময় গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বরগুনায় দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে  তাদের মাকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। পরে তিনি থানায় আত্মসমর্পন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
বান্দরবানে আবারও অপহরণের শিকার হয়েছেন শ্রমিক। এবার ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত