রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদী গোসল করতে গিয়ে নৌকা থেকে লাফিয়ে পরে পানিতে ডুবে মো. হৃদয় হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেল তিনটার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত হৃদয় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রিকশাচালক মো. সোহেল রানার ছেলে। তিনি বর্তমানে কামরাঙ্গীরচর থানাধীন যাওলা হাঁটি শহীদ কাউছার রোডে পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে হৃদয় বড়।
নিহত হৃদয়কে হাসপাতালে নিয়ে আসা মো. মামুন মিয়া জানান, কামরাঙ্গীরচরে তুলাগাছতলা নামকস্থানে বুড়িগঙ্গা নদীতে বন্ধুদের সাথে গোসল করা সময় মজা করে ঘাটে থাকা নৌকা থেকে লাফ দেয় হৃদয়। পরে বন্ধুরা উঠতে পারলেও সে ডুবে যায়।
খোঁজাখুঁজির পর হৃদয়কে গুরুতর অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: যুবকের প্রতিবাদী অবস্থানের পর অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
একাত্তর/আরএ