গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও দুইজনের।
২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের হার পাঁচ দশমিক ১৪ শতাংশ। গতদিন এ সংখ্যাটি ছিলো ছয় দশমিক ৫৩ শতাংশ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট পাঁচ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ছয় হাজার ৬৪৬ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।
সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৭৪১ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৪৫ হাজার ৮২৯ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের বৃহস্পতিবার বিকেলের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪ লাখ ২৮ হাজার ৪১৫ জনের। সুস্থ হয়েছেন ৫৫ কোটি ৬১ লাখ ৫৫ হাজার ৮৮৪ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫৮ কোটি ৫৬ লাখ ১২ হাজার ৮১০ জন।
একাত্তর/এসজে