রাজধানীর উত্তরার জসিম উদ্দীন রোডে নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় একটি প্রাইভেট কারে থাকা শিশুসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন আরও দু'জন। হতাহত হওয়া ব্যক্তিরা ঢাকায় একটি বউভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন বলে জানা গেছে।
সোমবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরার জসীম উদ্দীন রোড এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) আশিকুর রহমান গণমাধ্যমকে জানান, প্রাইভেট কারে ব্যক্তিরা একটি বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন। তারা আশুলিয়া অথবা জামালপুরে যাচ্ছিলেন। তবে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।
পুলিশের উত্তরা পশ্চিম থানা জানিয়েছে, বিআরটি প্রকল্পের কাজ চলার সময় ক্রেন দিয়ে একটি গার্ডার ওপরে ওঠানো হচ্ছিল। এ সময় ক্রেন উল্টে গার্ডারটি প্রাইভেটকারের ওপর পড়ে এবং ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়।
আহতদের ভাষ্যমতে, গার্ডারের নীচে গাড়ির ভেতরে চাপা পড়েন পাঁচজন। তার মধ্যে চারজনের পরিচায় জানা গেছে। তারা হলেন, রুবেল (৫০), ঝর্না (২৮) এবং দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২)।
আরও পড়ুন: উত্তরায় ফ্লাইওভারের গার্ডার চাপায় পাঁচজনের মৃত্যু
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, গাড়ির ভিতরে চাপা পড়াদের উদ্ধারে কার্যক্রম চলছে।
এদিকে এ দুর্ঘটনার পর উত্তরা এলাকায় তীব্র যানজট দেখা দেয়। ঘটনাস্থলে প্রায় ২-৩ হাজার উৎসুক জনতা ভিড় করে। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একাত্তর/আরবিএস