২৪ ঘণ্টায় ১শ’রও কম করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া আজ করোনায় কারো মৃত্যুও হয়নি। তবে, শনাক্তের হার গতদিনের তুলনায় বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩ জন। গতদিন করোনা শনাক্ত হয়েছিল ২৫৯ জনের।
এসময়ে করোনাভাইরাসে আক্রান্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ। গত দিন এ সংখ্যাটি ছিলো ৪ দশমিক ০৯ শতাংশ।
মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ২ হাজার ১১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ৯ হাজার ২২২ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।
সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ৩১৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ২২৮ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৫১ হাজার ৯৬৫ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে, একজনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৫৭ হাজার ২৯৪ জনের। সুস্থ হয়েছেন ৫৭ কোটি ৩ লাখ ৮৬ হাজার ২৪৭ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫৯ কোটি ৬২ লাখ ৭৫ হাজার ৫৩ জন।
একাত্তর/আরএ