গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭৩ জন। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের হার হার ৩ দশমিক ৭৬ শতাংশ। গতদিন এ সংখ্যাটি ছিলো ৪ দশমিক ৪২ শতাংশ।।
রোববার (২১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ এ তহ্য জানানো হয়েছে।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ৯ হাজার ৯৭০ জন। এদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জনে অপরিবর্তিত আছে। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
অন্যদিকে, ২০ আগস্ট সকাল ৮টা থেকে ২১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭২ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৭৪০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২০ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের শনিবার বিকেলের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৭০ হাজার ১০১ জনের। সুস্থ হয়েছেন ৫৭ কোটি ৪০ লাখ ৮৪ হাজার ৩৪ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৬০ কোটি ৮০ হাজার ৩৫৫ জন।
একাত্তর/এসএ