গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫৬ জন। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত দুইজন মারা গেছেন।
২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের হার চার দশমিক ২৬ শতাংশ। গতদিন এ সংখ্যাটি ছিলো চার দশমিক ১৫ শতাংশ।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট তিন হাজার ৬৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ১১ হাজার ১০০ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।
সরকারি হিসাবে করোনার সংক্রমণে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৩২৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ১৮০ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৫৫ হাজার ২৬৪ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: করোনা-মাঙ্কিপক্স আর এইচআইভি, এক সঙ্গে এক দেহে বসবাস
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের শনিবার বিকেলের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৮৬ হাজার ২৭৬ জনের। সুস্থ হয়েছেন ৫৮ কোটি ১ লাখ ১৫ হাজার ৭৩৮ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৬০ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৫৬২ জন।
একাত্তর/এসজে