বহুল প্রচলিত প্রবাদ- কারো পৌষ মাস কারো সর্বনাশ। জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে রাজধানীসহ দেশের বড় এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ায় কথাটি আবারও প্রমাণ হলো।
দুপুরে বিদ্যুৎ চলে যাবার পর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ঢাকার বিভিন্ন এলাকায় সড়কবাতি জ্বলে না ওঠায় নেমে অন্ধকারে নিমজ্জিত হয় রাস্তাঘাট।
আর সেই সুযোগ রাজধানীজুড়ে সক্রিয় হয়ে উঠেছিলো ছিনতাইকারীদের কয়েকটি চক্র। তবে শেষ রক্ষা হয়নি তাদের। ধরা পড়তে হয়েছে র্যাবের হাতে।
র্যাবের অভিযানে রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, পল্টন এবং যাত্রাবাড়ী এলাকা হতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পরও বিদ্যুৎ না থাকায় ঢাকার বিভিন্ন এলাকায় সড়কবাতি জ্বলাতে পারেনি সিটি কর্পোরেশন। ফলে সন্ধ্যার পর থেকেই রাস্তাঘাটে নেমে আসে অন্ধকার।
সেই সুযোগে সক্রিয় হয়ে ওঠে কিছু ছিনতাইকারী চক্র। খবর পেয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ ছিনতাইকারীকে আটক করে র্যাব।
বুধবার র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, সন্ধ্যার পর যখন অন্ধকার হয়ে আসে তখন পেশাদার ছিনতাইকারীরা বিভিন্ন সড়কের মোড়ে গলি পথে ওত পেতে ছিলো।
সারাদেশের মানুষ বিদ্যুৎ না থাকার কারণে গরমে অসহ্য হয়ে সড়কে এবং বাসা বাড়ির সামনে বেরিয়ে আসেন অনেক নগরবাসী।
তখনই ওত পেতে থাকা এসব ছিনতাইকারীরা সাধারণ মানুষের হাতে থাকা মোবাইলসহ যার কাছে যা পেয়েছে তাই ছিনিয়ে নেবার চেষ্টা করে।
আরও পড়ুন: ক্রুটি সরাতে যথাযথ প্রস্তুতি না থাকায় বিদ্যুৎ বিপর্যয়
র্যাব কর্মকর্তা আরও জানান, এসব ছিনতাইকারীরা নিয়মিতভাবে ছিনতাইয়ের কার্যক্রম চালিয়ে আসছিল এবং বিদ্যুৎ না থাকায় সুযোগে সংঘবদ্ধভাবে সিরিজ ছিনতাইয়ের পরিকল্পনা করে।
খবর পেয়ে, রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন মডেল থানাধীন এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
এ সময় ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ২৪ জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। উদ্ধার করা হয় সুইচ গিয়ার, এন্টিকাটার, ব্লেড, কাঁচি, চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র।
একাত্তর/এসজে