সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
 

বিদ্যুৎ বিভ্রাটের সুযোগে ছিনতাইয়ের চেষ্টা, আটক ২৪

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৮:০১ পিএম

বহুল প্রচলিত প্রবাদ- কারো পৌষ মাস কারো সর্বনাশ। জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে  রাজধানীসহ দেশের বড় এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ায় কথাটি আবারও প্রমাণ হলো।

দুপুরে বিদ্যুৎ চলে যাবার পর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ঢাকার বিভিন্ন এলাকায় সড়কবাতি জ্বলে না ওঠায় নেমে অন্ধকারে নিমজ্জিত হয় রাস্তাঘাট। 

আর সেই সুযোগ রাজধানীজুড়ে সক্রিয় হয়ে উঠেছিলো ছিনতাইকারীদের কয়েকটি চক্র। তবে শেষ রক্ষা হয়নি তাদের। ধরা পড়তে হয়েছে র‌্যাবের হাতে। 

র‌্যাবের অভিযানে রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, পল্টন এবং যাত্রাবাড়ী এলাকা হতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পরও বিদ্যুৎ না থাকায় ঢাকার বিভিন্ন এলাকায় সড়কবাতি জ্বলাতে পারেনি সিটি কর্পোরেশন। ফলে সন্ধ্যার পর থেকেই রাস্তাঘাটে নেমে আসে অন্ধকার।

সেই সুযোগে সক্রিয় হয়ে ওঠে কিছু ছিনতাইকারী চক্র। খবর পেয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ ছিনতাইকারীকে আটক করে র‍্যাব।

বুধবার র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, সন্ধ্যার পর যখন অন্ধকার হয়ে আসে তখন পেশাদার ছিনতাইকারীরা বিভিন্ন সড়কের মোড়ে গলি পথে ওত পেতে ছিলো।

সারাদেশের মানুষ বিদ্যুৎ না থাকার কারণে গরমে অসহ্য হয়ে সড়কে এবং বাসা বাড়ির সামনে বেরিয়ে আসেন অনেক নগরবাসী। 

তখনই ওত পেতে থাকা এসব ছিনতাইকারীরা সাধারণ মানুষের হাতে থাকা মোবাইলসহ যার কাছে যা পেয়েছে তাই ছিনিয়ে নেবার চেষ্টা করে। 

আরও পড়ুন: ক্রুটি সরাতে যথাযথ প্রস্তুতি না থাকায় বিদ্যুৎ বিপর্যয়

র‌্যাব কর্মকর্তা আরও জানান, এসব ছিনতাইকারীরা নিয়মিতভাবে ছিনতাইয়ের কার্যক্রম চালিয়ে আসছিল এবং বিদ্যুৎ না থাকায় সুযোগে সংঘবদ্ধভাবে সিরিজ ছিনতাইয়ের পরিকল্পনা করে।

খবর পেয়ে, রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন মডেল থানাধীন এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। 

এ সময় ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ২৪ জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব। উদ্ধার করা হয় সুইচ গিয়ার, এন্টিকাটার, ব্লেড, কাঁচি, চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র।


একাত্তর/এসজে

আগামী ২২, ২৩ ও ২৪ মে রাজধানীর বসুন্ধরায় ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) উদ্যোগে ও ব্যবস্থাপনায় ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো-২০২৫’...
রাজধানী নারিন্দায় ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত ক্বেবলা শাহ আহসানুল্লাহর (রহ.) ১৫৫তম পবিত্র ওরস মোবারক পালিত হয়েছে। 
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের (ইডব্লিউইউবিসি) ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ব্রিফকেস ৩.০ (Briefcase 3.0) প্রতিযোগিতার প্রথম কর্মশালা মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সফলভাবে অনুষ্ঠিত...
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অনশন ও তীব্র আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি মে মাসের আট তারিখে হওয়ার কথা ছিল। 
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত