বন্ধুদের সাথে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে বাসের সাথে সংর্ঘষে এক কিশোরীসহ তিন জন আহত হয়েছে।
শনিবার রাজধানীর শ্যামপুরের জুরাইন রোডে রাত সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন, মালেহা আক্তার (১৪), আশিক হোসেন (১৫), মো: পিয়াল (১৪)।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া জানিয়েছেন, আহত তিন জন চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি শ্যামপুর থানা অবগত রয়েছেন।
আরও পড়ুন: করোনায় একদিনে দুই মৃত্যু, নতুন শনাক্ত ২৯৫
তিনি আরও বলেন, আশিকের বাম পা ভেঙ্গে গেছে, মাথায়ও গুরুতর জখম রয়েছে। মালেহার মাথায় ও পিয়াল শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে।
এদের মধ্যে আশিক ধনিয়ায় একটি স্কুলের নবম শ্রেনীর শিক্ষার্থী। বাকি দু'জন পড়াশোনা করে না।
আহত পিয়াল জানিয়েছে, মোটরসাইকেলটি ড্রাইভ করছিল আশিক। তার পেছনে ছিল তার বান্ধবী মালেহা আক্তার, পরে আমি। মোটরসাইকেলটির জুরাইন সড়কে বাসের সাথে সংর্ঘষ হয়।
একাত্তর/আরবিএস