রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভার থেকে নিচে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের পরনে ছিল কালো প্যান্ট ও সাদা কালো প্রিন্টের ফুল শার্ট।
নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারকারী পথচারী আশরাফুল ইসলাম সুমন জানান, যাত্রাবাড়ী মোড়ে ফ্লাইওভারের নিজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাৎ এক তরুণ ফ্লাইওভারের উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন: মাকে বাঁচাতে নিজের কিডনি বিক্রি করতে চান মেহেদী
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত পৌনে আটটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
একাত্তর/এসজে