সকাল থেকে টানা কয়েক ঘন্টার প্রবল বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর অফিসগামী মানুষ। নগরীর বিভিন্ন জায়গায় সড়কে পানি জমে থাকায় এবং গণপরিবহণ সংকটে অনেকেরই অফিসযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
আবহাওয়া অফিস বলছে, কোথাও কোথাও আজ সারাদিনই বৃষ্টি হতে পারে। এছাড়া ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টিরও আভাস রয়েছে।
দেশের বিভিন্ন জায়গায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া আকারেও বয়ে যেতে পারে।
ঢাকার আশেপাশে সাভার ও আশুলিয়ায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মহাসড়কসহ দোকানপাট। সাভারের আশুলিয়ায় টঙ্গী মহাসড়কের জামগড়া চৌরাস্তাসহ দোকানপাট তলিয়ে গিয়েছে। এতে সৃষ্টি হয়েছে ৫ কিলোমিটারের দীর্ঘ যানজট। এদিকে সাভারে বৃষ্টিতে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে৷
এ কারণে দেশের সব নদীবন্দরকে ১ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একাত্তর/এসজে