গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় শনাক্ত হয়েছেন এক হাজার ৭৬৫ জন। আজ শনাক্তের হার ৯.৬৭ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা আট লাখ দুই হাজার ৩০৫ জন।
আজ করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৪১ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬৬০ জনে।
মঙ্গলবার (১ জুন) স্থাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ ১৮,২৫০ টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন এক হাজার ৭৭৯ জন। এ নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হলেন সাত লাখ ৪২ হাজার ১৫১ জন।
দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনের মধ্যে পুরুষ ২৬ জন আর নারী ১৫ জন। করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন নয় হাজার ১৩৯ জন আর নারী মারা গেলেন তিন হাজার ৫২১ জন।
বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং দশ বছরের নিচে একজন শিশু রয়েছেন।
বিভাগ বিবেচনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের ৬ জন, খুলনা বিভাগের ৪ জন, সিলেটে ৩ জন আর বরিশাল বিভাগের আছেন ২ জন। এদিন রংপুর ও ময়মনসিংহ বিভাগে কোন মৃত্যু নেই।
৩৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২৮ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং বাড়িতে মারা গেছেন ৩ জন।