রাজধানীর কাজলায় বাসচাপায় মায়ের সামনেই মো. আরাফাত (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে এগারোটা আরাফাতের মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আরাফাত থ্যালাসেমিয়া রোগে দুই বছর আক্রান্ত ছিলো। তাকে প্রতিমাসে রক্ত দিতে হতো। আর তাই সকালে তার মা আইরিন বেগম গ্রামের বাড়ি থেকে শান্তিনগর ফ্যালাসনিয়া ফাউন্ডেশন যাওয়ার উদ্দেশ্য কাজলা নামেন।
এসময় টোল প্লাজা সামনে গাড়ির চাপায় গুরুতর আহত হয় শিশুটি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশুর বাবা ধোলাইখালে একটি দোকানে কাজ করেন।
আরও পড়ুন: আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি, অভিযুক্ত গ্রেপ্তার
যাত্রাবাড়ীর থানার উপ-পরিদর্শক এসআই আক্তার হোসেন জানান, ঘাতক বাসটিকে জব্দ করার পাশাপাশি চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
একাত্তর/আরএ