গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় শনাক্তের সঙ্গে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। এদিন অ্যান্টিজেনসহ ১৮ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে দুই হাজার ৪৩৬ জন। শনাক্তের গড় ১২. ৯৯।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৪৭ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ১১৮।
দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন আট লাখ ২৬ হাজার ৯২২। মোট শনাক্তের হার ১৩.৩৯।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ২৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৬৬ হাজার ২৬৬ জন। শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯২.৬৬।
এদিন করোনায় মৃতদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছেন।
বয়স বিবেচনায় এদিন মৃতদের মধ্যে রয়েছেন ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বয়সের পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের আটজন এবং ষাটোর্ধ ২৯ জন রয়েছেন।
আরও পড়ুন: নওগাঁয় এক মাসে বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্ত
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৫ জন, চট্টগ্রাম বিভাগের নয়জন, রাজশাহী বিভাগের ছয়জন, খুলনা বিভাগের আটজন, বরিশালের একজন, সিলেটের দুইজন, রংপুর বিভাগের চার ও সিলেটের দুইজন রয়েছেন। আর এই ৩৯ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৫ জন এবং বাড়িতে দুইজন মারা গেছেন তিনজন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মে তা ১২ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।