সেকশন

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
 

সাভারে দুই খালাতো ভাই হত্যায় ফুফাতো ভাই গ্রেপ্তার

আপডেট : ১৫ জুন ২০২১, ০৩:১৫ পিএম

সাভারে জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি শাহাজালালকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) ভোরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত রবি নামে একজন পলাতক রয়েছেন। 

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহীল কাফি। 

গ্রেপ্তার শাহাজালাল (২৩) নিহত রায়হান ও নাজমুলের ফুফাতো ভাই। তিনি রায়হানদের বাসায় থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। পলাতক রবিও একই প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। 

পুলিশ জানায়, গত ১১ জুন সাভারের ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া গ্রামের পাট ও ধইঞ্চা খেতে নিয়ে নিজের মামাতো দুই ভাইকে ছুরি দিয়ে হত্যা করে শাহজালাল। এর আগে রায়হানদের বাসায় থাকার সময় সেখানে পারিবারিক কোন্দলে ক্ষোভের সৃষ্টি হয় তার মধ্যে। এই ক্ষোভের বশবর্তী হয়ে সহকর্মী রবিকে নিয়ে হত্যাকাণ্ড চালায় সে।

আরও পড়ুন: সাভারে পাটক্ষেত থেকে দুই খালাতো ভাইয়ের লাশ উদ্ধার

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহীল কাফি বলেন, ঘটনার দিন ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও হত্যাকারীর প্যান্ট উদ্ধার করে পুলিশ। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। 

নিহত রায়হান (১৭) বরিশালের গৌরনদী থানার পশ্চিম শেওড়া উত্তরপাড়া এলাকার রতনের ছেলে এবং নাজমুল (১৮) একই এলাকার নেছারমোল্লার ছেলে। তারা একে অপরের খালাতো ভাই। এদের মধ্যে রায়হান হেমায়েতপুরের আল-নাছির ল্যাবরেটরি স্কুলের এসএসসি পরিক্ষার্থী। সে উত্তর যাদুরচর এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া থেকে লেখাপড়া করছিল। নাজমুল বরিশাল থেকে তার খালার বাসায় বেড়াতে এসেছিল।


একাত্তর/আরএইচ

২৪ দল নিয়ে ২৩ দিনের জমকালো আয়োজনে পর্দা নামলো গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের।
চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনটির নতুন নেতা নির্বাচন করা হয়েছে।
রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা ও ওয়ান্টভুক্তসহ ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার হয়েছেন ৪৭৭ জন।
নতুন এই উদ্ভাবনী, উন্নত ও আধুনিক প্রযুক্তি হাজির করে এশিয়ান পেইন্টস আবারও প্রমাণ করেছে, তারা সবসময় গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
রাশিয়া-ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাটকীয় পদক্ষেপে নড়েচড়ে বসেছে ইউরোপ। যুদ্ধরত দুই পক্ষকে অবিলম্বে শান্তি আলোচনা শুরু করতে আহবান জানিয়েছেন তিনি। সেই...
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কলেজ মোড় হতে আজুগড়া জামাত মোড় পর্যন্ত ওয়াপদা সংরক্ষণ বাঁধের ওপর নির্মিত ক্ষত-বিক্ষত আঞ্চলিক সড়কটি এখন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের ‘গলার কাঁটা’...
ব্যক্তিগত সুবিধা আদায়ের আশায় একদল সাংবাদিক স্বৈরাচারের দালালি করেছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে বর্তমানে যে আইন আছে তা পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা নির্ধারণ আইন মানুষের আকাঙ্খা অনুযায়ী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত