সেকশন

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১
 

৬ দফা দাবিতে বন্ধ রেস্তোরাঁ খোলার দাবি মালিক সমিতির

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০৯:৫৬ এএম

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেওয়া দফায় দফায় লকডাউন ও বিধিনিষেধের কারণে বন্ধ রেস্তোরাঁ খুলে দিতে ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। 

সোমবার (২ আগস্ট) বেলা ১১টায় এ শিল্পের সামগ্রিক চিত্র তুলে ধরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনে, হোটেল রেস্তোরাঁ খোলা রাখতে চাই। তাও যদি অনুমতি না মেলে তাহলে অন্তত ৫০ শতাংশ আসনে বসিয়ে রেস্তোরাঁ চালু করা হোক। 

তিনি বলেন, সারাদেশে ৬০ হাজার রেস্তোরাঁয় ৩০ লাখ কর্মী এবং তাদের সঙ্গে জড়িত দুই কোটি মানুষ। যারা করোনায় চলমান এ লকডাউনের কারণে মানবেতর জীবনযাপন করছে। সংক্রমণ রোধে বর্তমান যে টেকওয়ে, পার্সেল ও অনলাইন ডেলিভারি চালু রয়েছে তার সংখ্যাও মাত্র দুই থেকে তিন শতাংশ। 

আরও পড়ুন: ৫৫ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে চললো পণ্যবাহী ট্রেন

সংবাদ সম্মেলনে বলা হয়, আমলাতন্ত্রের স্বেচ্ছাচারিতার কারণে আজ হোটেল ও রেস্তোরাঁ খাতের  আজ দুরবস্থার শিকার। করোনার প্রথম ঢেউয়ের সময় এ খাতে আর্থিক ক্ষতি ছিলো ৬০ হাজার কোটি টাকা আর এখন সব মিলিয়ে এখন ক্ষতির এ পরিমাণ প্রায় ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকা।

রেস্তোরাঁ খাতে কোনো সুস্পষ্ট নীতিমালা না থাকায় এনবিআর যখন যেভাবে পারছে হয়রানি করছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, অনলাইন ফুড ডেলিভারিতে বিদেশি কোম্পানির আগ্রাসী মনোভাব এ খাতকে হুমকির মুখে ফেলেছে। ফুডপান্ডা ও পাঠাওয়ের স্বেচ্ছাচারী দাম হাকাঁনোর কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার ক্রেতা ও দেশীয় মালিকরা। 

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ৬ দফা দাবিগুলো হলো-

১. স্বাস্থ্যবিধি মেনে অথবা ৫০% আসন খালি রেখে রেস্তোরাঁ খোলা রাখা।

২. রানিং ক্যাপিটাল হিসেবে এসএমই খাত থেকে সহজ শর্তে ও অল্প সুদে ২০ হাজার কোটি টাকা ঋণ।

৩. হোটেল-রেস্তোরাঁর মালিক-শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দান।

৪. কর্মরত শ্রমিকদের প্রণোদনা প্রদান।

৫. হোটেল-রেস্তোরাঁকে একটি নির্দিষ্ট মন্ত্রণালয়ের অধীনে নিয়ে শিল্পের মর্যাদা দেওয়া।

৬. ই-কমার্স টেকওয়ে, পার্সেল ও অনলাইন ডেলিভারির ক্ষেত্রে ১০% কমিশন করা ও সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করে তাদের নিয়ন্ত্রণ করা।

একাত্তর/এসি
বাংলাদেশের অনলাইন শপিং এক্সপেরিয়েন্সে নতুনমাত্রা যোগ করতে যাচ্ছে ই-কমার্স সাইট কার্টআপ (cartup.com)। এটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ব্যবসায়িক অঙ্গ প্রতিষ্ঠান।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোমবার ( ১০ ফেব্রুয়ারি) জুলকারনাইন সায়েরের একটি পোস্ট শেয়ার করেছেন।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি পেয়েছেন মালিক মোহাম্মদ সাঈদ। এর আগে তিনি প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছিলেন।
আইনের শাসন সমুন্নত রাখার জন্য অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের বিচার ব্যবস্থার সকল অংশীদার- পুলিশ, প্রসিকিউটর ও বিচারকদের প্রতি সে...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা জামায়াতকে সমর্থন করিনি। শুধু বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু সব সময় এই দলটি মুনাফেকি...
দলীয় নেতাকর্মীদের প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অনেক সংগ্রাম, ত্যাগ ও জুলুমের পর বিএনপি আদর্শ থেকে সরে যায়নি। আপনারা এমন কিছু করবেন না, যেন মানুষ আস্থা হারিয়ে ফেলে, মুখ...
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দেশীয় তৈরি পাঁচটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত