রাজধানীর সিদ্ধিরগঞ্জ থানা এলাকায়, ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলায় গ্রেপ্তার নব্য জেএমবির দুই সদস্যকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার, ঢাকা মহানগর হাকিম আদালতে এই দু’জনকে হাজির করে পুলিশ। এরপর পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। নব্য জেএমবির এই দুই সদস্য হলেন, শফিকুর রহমান হৃদয় ওরফে বাইতুল্লাহ মেহসুদ ওরফে ক্যাপ্টেন খাত্তাব ও খালিদ হাসান ভূঁইয়া ওরফে আফনান।
এর আগে, দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান জানান, রোববার রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিস্ফোরক জাতীয় পদার্থ, বিউটেন গ্যাসের ক্যান, রিমোট কন্ট্রোল ডিভাইস, ছোট সাইজের বিয়ারিং বল, ক্রিসমাস বাল্ব, ইলেকট্রিক টেপ, আইইডি তৈরির ম্যানুয়াল এবং হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি বলেন, নব্য জেএমবির এই দুই সদস্য অনলাইনে বোমা তৈরির প্রশিক্ষণ নিতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বোমা তৈরির কারিগর জাহিদ হাসান ওরফে বোমা জাহিদ ওরফে ফোরকানের কাছে। প্রশিক্ষণ মোতাবেক পুলিশের ওপর বোমা মারতেন তারা।
আসাদুজ্জামান আরো বলেন, অফলাইনে জঙ্গিদের তৎপরতা নেই, তবে তারা অনলাইনে সক্রিয়। যদিও এজন্য নগরবাসীর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ঘটনার আগেই জঙ্গিদের ধরা হচ্ছে।
একাত্তর/এআর