সেকশন

সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
 

পুলিশের উপর হামলায় দুই জঙ্গি রিমান্ডে

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০৪:৫৯ পিএম

রাজধানীর সিদ্ধিরগঞ্জ থানা এলাকায়, ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলায় গ্রেপ্তার নব্য জেএমবির দুই সদস্যকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার, ঢাকা মহানগর হাকিম আদালতে এই দু’জনকে হাজির করে পুলিশ। এরপর পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। নব্য জেএমবির এই দুই সদস্য হলেন, শফিকুর রহমান হৃদয় ওরফে বাইতুল্লাহ মেহসুদ ওরফে ক্যাপ্টেন খাত্তাব ও খালিদ হাসান ভূঁইয়া ওরফে আফনান।

এর আগে, দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান জানান, রোববার রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে বিস্ফোরক জাতীয় পদার্থ, বিউটেন গ্যাসের ক্যান, রিমোট কন্ট্রোল ডিভাইস, ছোট সাইজের বিয়ারিং বল, ক্রিসমাস বাল্ব, ইলেকট্রিক টেপ, আইইডি তৈরির ম্যানুয়াল এবং হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি বলেন, নব্য জেএমবির এই দুই সদস্য অনলাইনে বোমা তৈরির প্রশিক্ষণ নিতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বোমা তৈরির কারিগর জাহিদ হাসান ওরফে বোমা জাহিদ ওরফে ফোরকানের কাছে। প্রশিক্ষণ মোতাবেক পুলিশের ওপর বোমা মারতেন তারা।

আসাদুজ্জামান আরো বলেন, অফলাইনে জঙ্গিদের তৎপরতা নেই, তবে তারা অনলাইনে সক্রিয়। যদিও এজন্য নগরবাসীর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ঘটনার আগেই জঙ্গিদের ধরা হচ্ছে।


একাত্তর/এআর


সংখ্যালঘু নির্যাতনের নামে মিথ্যা অপপ্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টকরি পতিত সরকারের এজেন্টদের অপপ্রচার বন্ধের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টা। 
দেশে বাজারজাতকারী স্বনামধন্য ব্র্যান্ড - এসিআই এরোসল ইনসেক্ট স্প্রে এবং অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার বাড্ডায় সুবিধা বঞ্চিত স্কুল শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ইফতার আয়োজন করেছে। ‘ভালো কাজের...
জলবায়ু সঙ্কটের প্রেক্ষাপটে তরুণদের নেতৃত্বকে আরও কার্যকর করার জন্য এ কর্মশালায় অ্যাডভোকেসি কৌশল, প্রকল্প ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা ও নীতি প্রভাব বিস্তার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
দেশের ১০টি জেলায় গাছ থেকে পেরেক তোলা কর্মসূচি সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক ও বন বিভাগ। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নেয়া এই কর্মসূচি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
উত্তরাঞ্চলে এবারের ঈদযাত্রায় স্বস্তির আশা করছে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগসহ (সওজ) হাইওয়ে পুলিশ। ঈদে দুর্ভোগ এড়াতে খুলছে ঢাকা-বগুড়া মহাসড়কে ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের...
বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য...
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটির ময়নাতদন্তের পর ওই এলাকায় পুঁতে রাখা হয়েছে। এদিকে পালের এক সদস্যকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে একদল হাতি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত