সেকশন

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
 

আওয়ামী লীগের গলার কাঁটা নামসর্বস্ব ৭২ সংগঠন

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০৮:৪০ পিএম

আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবারের নাম ভাঙিয়ে গড়ে ওঠা নামসর্বস্ব সংগঠনএখন ক্ষমতাসীন দলের কাছে গলার কাঁটা।

নামসর্বস্ব ৭২টি ভুঁইফোড় সংগঠনের নামের তালিকা করে, প্রয়োজনীয় ব্যবস্থানিতে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়েছে আওয়ামী লীগ।

এসব সংগঠনের অনুষ্ঠানে অতিথি হয়ে যাবার দায় স্বীকার করে নিয়ে কেন্দ্রীয়নেতারা বলছেন, এ বিষয়ে দলের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

২০০৮ সাল থেকে টানা তিন মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ। ক্ষমতার এই ১৩বছরে লীগ বা বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নাম দিয়ে গজিয়ে উঠেছে শ’খানেক তথাকথিত রাজনৈতিক,সামাজিক এবং পেশাজীবী সংগঠন।

নামসর্বস্ব এসব সংগঠনের সবারই ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বা সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় কার্যালয়েরঠিকানায়।

এসব সংগঠনের ব্যানারে অনুষ্ঠানে বিভিন্ন সময় দেখা গেছে কেন্দ্রীয় নেতাদেরঅনেককে। তাই, এখন প্রশ্ন উঠছে তথাকথিত সংগঠনের প্রভাব বিস্তারের দায় কি এড়াতে পারেদল?

আরও পড়ুন: অবৈধ আইপি টিভি ও অনলাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদকএস এম কামাল হোসেন বললেন, দায় এড়ানোর উপায় নেই। এনিয়ে এরিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনাদেয়া হয়েছে দলের সবস্তরের নেতাদের।

তারা জানান, সমালোচনা শুরু হওয়ায় এবার কঠোর ভূমিকায় আওয়ামী লীগ। নামসর্বস্বএমন ৭২টি সংগঠনের তালিকা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে আওয়ামী লীগ। যাদের বিরুদ্ধেব্যবস্থা নিতে আহবান জানানো হয়েছে। 

তাছাড়া, দলের পরবর্তী কার্যনির্বাহী সংসদের সভায় এটি নিয়ে আলোচনাহবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

একাত্তর/আরবিএস  

২৪ দল নিয়ে ২৩ দিনের জমকালো আয়োজনে পর্দা নামলো গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের।
চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনটির নতুন নেতা নির্বাচন করা হয়েছে।
রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা ও ওয়ান্টভুক্তসহ ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার হয়েছেন ৪৭৭ জন।
নতুন এই উদ্ভাবনী, উন্নত ও আধুনিক প্রযুক্তি হাজির করে এশিয়ান পেইন্টস আবারও প্রমাণ করেছে, তারা সবসময় গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বরগুনায় দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে  তাদের মাকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। পরে তিনি থানায় আত্মসমর্পন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
বান্দরবানে আবারও অপহরণের শিকার হয়েছেন শ্রমিক। এবার ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত