গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের জন্য কোন টিকা বেশি কর্যকর হবে তা নির্ধারণের পর তাদের টিকাদান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মো খুরশিদ আলম।
বুধবার (৪ আগস্ট) নিজ দপ্তরে একথা বলেন তিনি।
মহাপরিচালক বলেন, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের টিকা দেয়ার ব্যাপারে জাতীয় কমিটির সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছেছে। এটা নিয়ে আমরা কাজ করছি। তাদের দ্রুত টিকা দেয়া হবে। তবে সাত তারিখে টিকা দেয়া হচ্ছে না। কোন টিকাটি বেশি কার্যকর তা ভেবে এটা দেয়া হবে।
আরও পড়ুন: টিকা ছাড়া বের হলে সাজার বক্তব্যটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়
ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণটিকা কার্যক্রম সফল করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসণ আছে, মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কাজ করতে হবে। টিকাদান কর্মসূচী সফল করতে তাদের সহযোগিতাও আমরা পাবো।
টিকা গ্রহণের জন্য নিবন্ধনকারীদের উদ্দেশ্যে স্বাস্থ্যের ডিজি বলেন, টিকা পেতে নিবন্ধনের পর যারা মোবাইলে এসএমএস দেরিতে পাচ্ছেন বা অনেকে পাচ্ছেন না, তাদের বিষয়টি সমাধানে আইসিটি বিভাগকে বলা হয়েছে।
এসময় চট্টগ্রামের পটিয়ায় নির্ধারিত টিকাকেন্দ্রের বাহিরে টিকাদানের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।
একাত্তর/আরএইচ