রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর একটি ফার্নিচার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শুক্রবার (৬ আগস্ট) দুপুরে উত্তর যাত্রাবাড়ীর জাহাঙ্গীরের কারখানা নামে ওই ফার্নিচার কারখানায় কিভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।
আরও পড়ুন: মানিকগঞ্জে শয্যার অতিরিক্ত রোগী, তীব্র অক্সিজেনে সংকট
অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানায় মজুদ করা ফার্নিচারের ফোম, কাঠসহ প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
এসময় ফায়ার সার্ভিসের ৫টি প্রায় দু'ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে।
পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পোস্তগোল স্টেশন থেকে তিনটি ইউনিটি ও হেট কোয়ার্টার থেকে আরও দুইটি ইউনিট এসে একযোগে কাজ শুরু করি। এতে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই।
তিনি আরও জানান, লক ডাউনে কারখানা বন্ধ থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
একাত্তর/আরবিএস