লক্ষ্মীপুরের রায়পুরে ২শত টাকার নোটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে ব্যাঙ্গচিত্র এঁকে তা সামাজিক যোগাযোগে প্রচার করার অভিযোগে আমিরুল ইসলাম জনি (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার সোনাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিরুল ইসলাম রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়ের এক নম্বর ওয়ার্ডের শাজাহানের পুত্র।
পুলিশের পক্ষ থেকে একাত্তরকে জানানো হয়, জাতির পিতার প্রতি অসম্মান করায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮এর ২১(২) ধারায় রায়পুর পৌর শহরের ৪ নং ওয়ার্ডের শাহিন ভুইয়া শুক্রবার (৬ আগস্ট) দুপুরে সোনাপুর এলাকার আমিরুল ইসলাম জনির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্ত করে সত্যতা পাওয়ায় আমিরুল ইসলামকে তার এলাকা থেকে ওইদিন দুপুরেই গ্রেপ্তার করা হয়।
রায়পুর থানার ওসি আব্দুল জলিল জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আমিরুল ইসলাম জনি নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
একাত্তর/এসএ