সেকশন

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

‘পথেই গুরুতর অবস্থায় চলে যাচ্ছে করোনা রোগী’

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১১:০৪ পিএম

ঢাকা বিভিন্ন জেলা থেকে আসা করোনা রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যাচ্ছে। ফলে তাদের সুস্থ করে তোলা সম্ভব হচ্ছে না। 

অন্যদিকে, ডেল্টা ধরনের নারীদের মধ্যে সংক্রমণের মাত্রা আগের চেয়ে দ্বিগুণ বলে জানিয়েছেন ডিএনসিসি করোনা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরুদ্দিন।

করোনা রোগীদের সংকট এবং ধরণ নিয়ে একাত্তর টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের এখানে যেসব রোগী এসেছে তার ৪৫ ভাগই নারী, যা আগেরবার কিন্তু ২০ ভাগও ছিলো না। এ থেকেই বোঝা যাচ্ছে, করোনা এখন আর নারী-পুরুষ মানছে না’। 

তিনি জানান, আগে যেখানে আক্রান্তদের মধ্যে বয়স্ক ছিলো বেশি, সেখানে এবার অনেক তরুণ বয়সের রোগীও হাসপাতালে আসছে। কম বয়সীদের মধ্যে অনেকে মারাও গিয়েছে। 

ডিএনসিসি হাসপাতালে ৭৫ ভাগই ঢাকার বাইরের রোগী জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল নাসির আরো বলেন, ‘যারা মুমূর্ষু হচ্ছে তারাই আসছে এবং যারা আসছে তাদের অক্সিজেন সেচুরেশন ৮০ বার তার নিচে। এ রকম অবস্থায় তারা ৬ থেকে ১২ ঘন্টা পথে থাকে। যেখানে তারা ৫ লিটার পার মিনিট অক্সিজেন সিলিন্ডার দিয়ে আসে এবং যখন আসে তখন সিলিন্ডার হয়তো শেষ অথবা খুবই কম ফ্লোতে অক্সিজেন যাচেছ।

‘লম্বা সময় অক্সিজেনের ঘাটতিতে থাকার ফলে যখন তারা হাসপাতালে পৌঁছায় তখন তাদের সেচুরেশন ৬০-৭০ বা ৫০-এ নেমে  আসে। ৫০ হয়ে গেলে কিন্তু অলরেডি ব্রেন ডেথ হয়ে যায়। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখানে আসার পারে একদিনের মধ্যে মারা যাচ্ছে অনেকে’। 

এসব বিবেচনায়, আগামীতে যারা অনেক পথ পাড়ি দিয়ে ঢাকার হাসপাতালে আসার কথা ভাবছেন, তাদের স্বজনরা যেন পর্যাপ্ত অক্সিজেন নিয়ে বের হয়, সেই অনুরোধও করেছেন, ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতালের এই পরিচালক। 

একাত্তর/এআর

দেশের ১০টি জেলায় গাছ থেকে পেরেক তোলা কর্মসূচি সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক ও বন বিভাগ। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নেয়া এই কর্মসূচি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো 'ইফতার ও দোয়া অনুষ্ঠান-২০২৫'।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, আগামী প্রজন্মের জন্য একটি পরিবেশবান্ধব নগর গড়তে তরুণদের এক সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তরুণদের চিন্তাভাবনাকে যুক্ত করে নগরের জীববৈচিত্র রক্ষায়...
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ...
বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জাতীয় সংসদ নির্বাচনের কাজ যাতে ব্যাঘাত না হয় ও প্রবাসীদের ভোগান্তির কথা চিন্তা করে এবং কর্তৃপক্ষের ভরসায় বুধবারের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত করেছে ইসি কর্মীরা।
বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত