সেকশন

বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
 

দেশে করোনায় মৃত্যু ২৪ হাজার ছাড়ালো, আজ ১৮৭

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১২:০৭ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ হাজার ১৭৫ জনে। 

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয় আরও ছয় হাজার ৬৮৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে।

রোববার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন অ্যান্টিজেন সহ ৩৩ হাজার একটি নমুনা পরীক্ষা করা হয়। দৈনিক শনাক্তের গড় ২০ দশমিক ২৫।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭১ জন। আজ পর্যন্ত ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন। প্রতি একশ জন শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯৯ দশমিক ১১।

এদিন মৃতদের মধ্যে ১০১ জন পুরুষ ও ৮৬ জন নারী রয়েছেন। করোনায় এ পর্যন্ত ১৫ হাজার ৯৪৩ জন পুরুষ এবং আট হাজার ২৩২ জন নারী মারা গেছেন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৭১, চট্টগ্রামে ৩৯, রাজশাহীতে ১২, খুলনায় ২১, বরিশালে ৮, সিলেটে ১৩, রংপুরে ১৩ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

আরও পড়ুন: একই রশি দুই লাশ: মৃত্যুর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ১১৩ জন ষাটোর্ধ্ব, ৫১ থেকে ৬০ বছরের ৪০, ৪১ থেকে ৫০ বছরের ২০, ৩১ থেকে ৪০ বছরের ১০ এবং ২১ থেকে ৩০ বছরের ৪ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


একাত্তর/এসি

জলবায়ু সঙ্কটের প্রেক্ষাপটে তরুণদের নেতৃত্বকে আরও কার্যকর করার জন্য এ কর্মশালায় অ্যাডভোকেসি কৌশল, প্রকল্প ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা ও নীতি প্রভাব বিস্তার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
দেশের ১০টি জেলায় গাছ থেকে পেরেক তোলা কর্মসূচি সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক ও বন বিভাগ। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নেয়া এই কর্মসূচি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো 'ইফতার ও দোয়া অনুষ্ঠান-২০২৫'।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, আগামী প্রজন্মের জন্য একটি পরিবেশবান্ধব নগর গড়তে তরুণদের এক সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তরুণদের চিন্তাভাবনাকে যুক্ত করে নগরের জীববৈচিত্র রক্ষায়...
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। আর তার জন্য অবসর ভাঙিয়ে ফেরানো হয়েছে সুনীল ছেত্রিকে। এই ঘটনায় রীতিমত রেগে আগুন ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া। জানিয়েছেন, তরুণদের সুযোগ না দিয়ে এবং তাদের...
সৌদিতে ১২ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে দেশে ফিরেছেন জামাল ভুইয়ারা। ভিআইপি গেট দিয়ে একে একে বের হচ্ছিলেন জামাল রাকিব তারিক কাজীরা। কিন্তু ক্যামেরার ফ্রেম খুজে ফিরছিলো একটি মুখকে। ইতালির বংশদ্ভুত...
ইনজুরি ছিটকে দিলো লিওনেল মেসিকে। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ পড়লেন এলএমটেন। মেসির না থাকার খবর নিশ্চিত করেছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। সুস্থ হতে সময় লাগবে, আর পুরোটা সময় লিও...
দলের ভেতর দুর্বলতা যাই থাকুক, বাংলাদেশ আর মালদ্বীপকে এক কাতারে দেখছে ভারত। এশিয়ান কাপ বাছাইয়ে হামজাদের বিপক্ষে মাঠে নামার আগে প্রেসার ট্যাকটিক্স অ্যাপ্লাই করলেন ইন্ডিয়ান ডিফেন্ডার রাহুল ভেকি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত