সেকশন

সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
 

দেশে ডেলটার পর এবার ‘ল্যাম্বডা’ ভ্যারিয়েন্ট শনাক্ত

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১১:০৪ এএম

দেশে এবার শনাক্ত হলো করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ল্যাম্বডা’। রাজধানীতে ৪৯ বছর বয়সী এক নারীর নমুনা সিকোয়েন্সিং করে পেরুর এ ধরনটির (ল্যাম্বডার C.37) উপস্থিতি পাওয়া গেছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এ তথ্য জানিয়েছে। 

জিআইএসএআইডি জানায়, বিশ্বের ৩৪টি দেশে ছড়িয়ে পড়া পেরুর এ ধরনটি মার্চ মাসে সংগ্রহ করা এক নমুনায় শনাক্ত হয়েছে। 

জিনোম সিকোয়েন্সের তথ্য আপলোড করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।  বিসিএসআইআর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ জিনোম সিকোয়েন্স করে।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) প্রধান ভাইরালোজিস্ট ডা. সেলিম জানান, তাদের সফটওয়্যার এক সময় দেখাচ্ছে আছে, এক সময় নেই। এই নিয়ে তারা নিজেরাও বিভ্রান্তির মধ্যে রয়েছেন। আরও পরীক্ষার পর নিশ্চিত হতে পারলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বেশিরভাগ মিউটেশনের ফলে ভাইরাসটির মূল গঠনের ওপর খুব কম বা একেবারেই কোনও প্রভাব পড়ে না। সময়ের সঙ্গে এটি বিলুপ্তও হয়ে যায়। কিন্তু কোনও কোনও মিউটেশন এমনভাবে ঘটে, যা ভাইরাসটিকে টিকে থাকতে এবং বংশবৃদ্ধিতে সহায়তা করে।

ইতিমধ্যেই দেশে বিভিন্ন সময়ে নমুনার সিকোয়েন্সিং করে যুক্তরাজ্যের ভ্যারিয়েন্ট বলে পরিচিত আলফা (বি.ওয়ান.ওয়ান.সেভেন), দক্ষিণ আফ্রিকার বেটা (বি.ওয়ান.থ্রি ফিফটি-ওয়ান), ব্রাজিলের গামা (পি.ওয়ান) ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। তবে ডেলটাসহ চারটি ভ্যারিয়েন্টকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যারিয়েন্ট অব কনসার্ন বলে ঘোষণা করেছে। এছাড়াও দেশে পাওয়া গেছে নাইজেরিয়ার ভ্যারিয়েন্ট বলে পরিচিত ইটা (বি.ওয়ান.ফাইভ টুয়েন্টি ফাইভ)। ল্যাম্বডা ও ইটা বর্তমানে ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট হিসেবে বিবেচনা করা হয়।

কেমন আচরণ এই ল্যাম্বডা ভ্যারিয়েন্টের?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পূর্ববর্তী ডেলটার চেয়েও মারাত্মক হতে পারে নতুন এই ভ্যারিয়েন্টটি। একইসঙ্গে ল্যাম্বডার ধরন ভ্যাকসিনকেও ফাঁকি দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিলির একদল গবেষক। কমপক্ষে ছয় লেয়ারের উচ্চ প্রযুক্তির মাস্ক ল্যামডার সংক্রমণ ঠেকাতে সক্ষম বলে জানিয়েছেন ইনফেকশন কন্ট্রোল টুডে (আইসিটি) নামক একটি জার্নাল।

চিলির গবেষকরা তাদের বিবৃতিতে জানান, আমাদের গবেষণার ফল বলছে- ল্যামডা ভ্যারিয়েন্টের ব্যাতিক্রমী স্পাইক প্রোটিন তাকে নিউট্রালাইজিং অ্যান্টিবডি ফাঁকি দিতে সাহায্য করে এবং অকার্যকারিতা বাড়াতে পারে। 

আরও পড়ুন: করোনার ল্যামডা ভ্যারিয়েন্ট: কেবল টিকাই যথেষ্ট নয়!

এমনকি আলফা ও গামা ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনের তুলনায়ও ল্যামডা ভ্যারিয়েন্টের সাপাইক প্রোটিন অধিক শক্তিশালী বলে জানান তারা। যার ফলে কোভিডের অন্য যে কোনো ভ্যারিয়েন্টের তুলনায় ল্যাম্বড্যা ভ্যারিয়েন্টের ওপর প্রচলিত ভ্যাকসিনগুলো কম কার্যকরী প্রমাণিত হতে পারে।  

এদিকে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় এই ভাইরাস নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। দেশটির ওয়েলকাম সাঙ্গার ইন্সটিটিউটের কোভিড-১৯ জিনোমিক্স ইনিশিয়েটিভ জানায়, অন্য ভ্যারিয়েন্টের তুলনায় ল্যামডার অস্বাভাবিক মিউটেশনের কারণে এই স্ট্রেইনের হুমকি সঠিকভাবে নিরূপণ করা কঠিন। তবে এ নিয়ে বিস্তর গবেষণার প্রয়োজন বলেও জানায় প্রতিষ্ঠানটি। 


একাত্তর/এসি

সংখ্যালঘু নির্যাতনের নামে মিথ্যা অপপ্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টকরি পতিত সরকারের এজেন্টদের অপপ্রচার বন্ধের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টা। 
দেশে বাজারজাতকারী স্বনামধন্য ব্র্যান্ড - এসিআই এরোসল ইনসেক্ট স্প্রে এবং অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার বাড্ডায় সুবিধা বঞ্চিত স্কুল শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ইফতার আয়োজন করেছে। ‘ভালো কাজের...
জলবায়ু সঙ্কটের প্রেক্ষাপটে তরুণদের নেতৃত্বকে আরও কার্যকর করার জন্য এ কর্মশালায় অ্যাডভোকেসি কৌশল, প্রকল্প ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা ও নীতি প্রভাব বিস্তার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
দেশের ১০টি জেলায় গাছ থেকে পেরেক তোলা কর্মসূচি সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক ও বন বিভাগ। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নেয়া এই কর্মসূচি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
উত্তরাঞ্চলে এবারের ঈদযাত্রায় স্বস্তির আশা করছে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগসহ (সওজ) হাইওয়ে পুলিশ। ঈদে দুর্ভোগ এড়াতে খুলছে ঢাকা-বগুড়া মহাসড়কে ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের...
বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য...
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটির ময়নাতদন্তের পর ওই এলাকায় পুঁতে রাখা হয়েছে। এদিকে পালের এক সদস্যকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে একদল হাতি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত