রাজধানীর দারুসসালাম মাজার রোডে বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম ফরিদা বেগম (৬০)।
সোমবার (১৬ আগস্ট) দুপুরে লালকুঠি বড় মসজিদের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সেলিনা হাসপাতালে নেয়া হয়।
এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বিকাল পোনে পাঁচটায় তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি দারুসসালাম থানাকে অবিহিত করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে আফগানদের আশ্রয় দেয়ার মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান
এদিকে নিহতের ছেলে শাহ আলম জানান, গতকাল তার বাবা মা তাদের দারুসসালাম লালকুঠিতে বেড়াতে আসেন। আজ বাবার সাথে মা আরেক আত্মীয়ের বাসায় যাবার পথে দুর্ঘটনার শিকার হয়।
নিহত ফরিদা বেগম কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ধোবাঝড়া গ্রামের মো. মুনসুর আলীর স্ত্রী। চার ছেলে আর এক মেয়ের জননী ছিলেন তিনি।
একাত্তর/আরএইচ