একদিনের ব্যবধানে করোনার মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে মৃত্যুবরণ করেছেন ১১৭ জন। একইসময়ে করোনাভাইরাসে নতুনকরে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭১৭ জন।
এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৩৯৯ জন। একইভাবে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জন।
সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এদিন অ্যান্টিজেনসহ মোট ৩৬ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৪। অদ্যবধি শানাক্তের হার ১৬ দশমিক ৯০।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮২ জন এবং এখন পর্যন্ত ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন সুস্থ হয়েছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে স্বামী-স্ত্রীর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং ৬৪ জন নারী। এপর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৫৯০ জন এবং নারী ৮ হাজার ৮০৯ জন।
২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৯৭ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১৭ জন এবং বাসায় মারা গেছেন তিনজন।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৪০ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৯, রাজশাহীতে ১০, খুলনায় ১১, বরিশালে ১, সিলেটে ১৩, রংপুরে ৯ ও ময়মনসিংহে ৪ জন রয়েছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩ জন, ৮১ থেকে ৯০ বছরের ৯, ৭১ থেকে ৮০ বছরের ২১, ৬১ থেকে ৭০ বছরের ৪১, ৫১ থেকে ৬০ বছরের ২৬, ৪১ থেকে ৫০ বছরের ৬, ৩১ থেকে ৪০ বছরের ৯, ২১ থেকে ৩০ বছরের ১, ১১ থেকে ২০ বছরের ১ জন রয়েছেন।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
একাত্তর/আরএইচ