রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
অনুমান করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছর। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে এই ঘটনাটি ঘটে।
ঘটনাস্থল থেকে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) উপ-পরিদর্শক শাহজাহান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মগবাজার রেলক্রসিং এলাকায় হয়তো একটি নয়, একের অধিক ট্রেন তার ওপর দিয়ে চলে গেছে। মরদেহ একেবারে ছিন্ন-বিচ্ছিন হয়ে গেছে।
তিনি আরও বলেন, আমাদের আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠাবো।
পুলিশ নিহতের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছে। নিহতের পরনে ছিল নীল রঙের হাফহাতা গেঞ্জি ও ছাই রঙের ফুল প্যান্ট।
একাত্তর/এআর