রাজধানিবাসীর বহুল প্রত্যাশিত মেট্রোরেল পরীক্ষামূলকভাবে চললো নগরীর বুকে।
শুক্রবার (২৭ আগস্ট) দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত তিন কিলোমিটার প্রস্তুতিমূলকভাবে চালানো হয় মেট্রোরেল। এসময় চলাচলে কোনো সমস্যা দেখা যায়নি।
জানা যায়, দেশের প্রথম মেট্রোরেল আগামী রোববার (২৯ আগস্ট) থেকে পরীক্ষামূলকভাবে এই রুতে চালানো হবে। তারই অংশ হিসেবে শুক্রবার চললো এই রেল।
মেট্রোরেলের প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান জানান, প্রস্তুতিমূলকভাবে আজ মেট্রোরেল চালানো হয়েছে। ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত নিরাপদে মেট্রোরেল চলেছে। এসময় আমরা স্টেশনে-স্টেশনে থেমেছি, সবকিছু ভালোভাবে পরীক্ষা করেছি।
আরও পড়ুন: খুললো চিড়িয়াখানা, প্রতি রবিবার বিনামূল্যে প্রবেশের সুবিধা
রোববার থেকে পরীক্ষামূলকভাবে রেল চললেও যাত্রীসহ আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল উদ্বোধন করা হবে ২০২২ সালের ডিসেম্বর থেকে। সেসময় উত্তরা-আগারগাঁও পর্যন্ত চলবে রেল। আজ সে পথেই প্রস্তুতিমূলক চালানো হলো রেলটি।
মেট্রোরেলের পরিধি হবে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও হয়ে মতিঝিল বাংলাদেশ ব্যাংক পর্যন্ত। এরপর তা সম্প্রসারিত করা হবে কমলাপুর পর্যন্ত। সামনের বছরের ডিসেম্বরে এর প্রথম অংশ আগারগাঁও পর্যন্ত খুলে দেয়া হবে।
একাত্তর/আরএইচ