রাজধানীর কারওয়ানবাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭আগস্ট) সকালে ঘটনাটি ঘটে।
সংবাদ পেয়ে ঢাকা রেলওয়ে থানা মরদেহটি উদ্ধার করে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মৃতের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, নিহত লোকটি ভবঘুরে ছিলেন। তিনি কারওয়ান বাজারের আশপাশে ঘোরাফেরা করতেন।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন ভুইয়া একাত্তরকে জানান, সকাল আনুমানিক ৭ টার দিকে কমলাপুরগামী পারাবত এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি।
একাত্তর/এআর