বাস ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদ করায় পরিবহন শ্রমিকরা এক যাত্রীকে পিটিয়ে আহত করেছেন।
আহত যাত্রীর নাম মোঃ নাসির (৩৫)। তিনি গুলিস্তান ভাষানী স্টেডিয়াম স্পোর্টসের সামগ্রীর ব্যাবসায়ী।
রাজধানীর গুলিস্তানে সোমবার (৩০,আগস্ট) বেলা আনুমানিক সাড়ে বারোটার দিকে ঘটনাটি ঘটে।
পরে পল্টন থানার উপপরিদর্শক (এএসআই) মানিক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ব্যাবসায়ী নাসির ডেমরা'র কোনা পাড়ায় থাকেন। মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার গ্রামের মুনসুর আলীর ছেলে তিনি।
আহত নাসির সাংবাদিকদের বলেন, তিনি তার বর্তমান ঠিকানার বাসা থেকে বের হয়ে আসিয়ান পরিবহনের একটি বাসে চড়ে তার ব্যাবসা প্রতিষ্ঠান গুলিস্তান যাচ্ছিলেন। পথিমধ্যে বাস কন্ট্রাক্টর বাস ভাড়া ১৫ টার স্থলে ২০ টা দাবি করেন। এতে তিনি প্রতিবাদ করেন। এ নিয়ে যাত্রীদের সাথে কন্ট্রাক্টরের মধ্যে বাকবিতন্ডা লেগে যায়। তার জেরে কেউ ২০ টাকা করে দিয়েছেন, কেউ আবার দেননি।
এ নিয়ে ঐ বাসের শ্রমিকদের সাথে তার বাকবিতন্ডা চলতে থাকে। বাসে যখন যাত্রী কমে যায় এবং বাসটি গুলিস্তান এলাকায় চলে আসে, সে সময় শ্রমিকরা তাকে বেধড়ক মারধর করতে থাকেন। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার হয়। এতে নাসির গুরতর আহত হন।
পরে লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে সেখানে কর্মরত আহাদ পুলিশ বক্সের পুলিশ সদস্য এক সার্জেন্ট নাসিরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
ঢামেকে চিকিৎসা নিয়ে নাসির থানায় যান।
আহাদ পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনার পর বাসযাত্রীকে উদ্ধার করে হাসপাতাল পাঠিয়েছি এবং তিনজনকে আটক করে পল্টন থানায় পাঠিয়েছি। পরে ঐ যাত্রীকেও থানায় পাঠাই।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ জানিয়েছে আহত ব্যাক্তি ও বাসটির মালিক একে অপরের আত্নীয়। ঘটনাটি দুপক্ষের সমঝোতার মাধ্যমে মীমাংসা হয়ে গেছে।
একাত্তর/এআর