সেকশন

সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
 

বাসে বাড়তি ভাড়া না দেয়ায় যাত্রীকে মারধোর

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ০৯:২৫ পিএম

বাস ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদ করায় পরিবহন শ্রমিকরা এক যাত্রীকে পিটিয়ে আহত করেছেন। 

আহত যাত্রীর নাম মোঃ নাসির (৩৫)। তিনি গুলিস্তান ভাষানী স্টেডিয়াম স্পোর্টসের সামগ্রীর ব্যাবসায়ী। 

রাজধানীর গুলিস্তানে সোমবার (৩০,আগস্ট) বেলা আনুমানিক সাড়ে বারোটার দিকে ঘটনাটি ঘটে। 

পরে পল্টন থানার উপপরিদর্শক (এএসআই) মানিক তাকে উদ্ধার করে  চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

ব্যাবসায়ী নাসির ডেমরা'র কোনা পাড়ায় থাকেন। মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার গ্রামের মুনসুর আলীর ছেলে তিনি। 

আহত নাসির সাংবাদিকদের বলেন, তিনি তার বর্তমান ঠিকানার বাসা থেকে বের হয়ে আসিয়ান পরিবহনের একটি বাসে চড়ে  তার ব্যাবসা প্রতিষ্ঠান গুলিস্তান যাচ্ছিলেন। পথিমধ্যে বাস কন্ট্রাক্টর বাস ভাড়া ১৫ টার স্থলে ২০ টা দাবি করেন। এতে তিনি প্রতিবাদ করেন। এ নিয়ে যাত্রীদের সাথে কন্ট্রাক্টরের মধ্যে বাকবিতন্ডা লেগে যায়। তার জেরে কেউ ২০ টাকা করে দিয়েছেন, কেউ আবার দেননি। 

এ নিয়ে ঐ বাসের শ্রমিকদের সাথে তার বাকবিতন্ডা চলতে থাকে। বাসে যখন যাত্রী কমে যায় এবং বাসটি গুলিস্তান এলাকায় চলে আসে, সে সময় শ্রমিকরা তাকে বেধড়ক মারধর করতে থাকেন। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার হয়। এতে নাসির গুরতর আহত হন। 

পরে লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে সেখানে কর্মরত আহাদ পুলিশ বক্সের পুলিশ সদস্য এক সার্জেন্ট নাসিরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। 

ঢামেকে চিকিৎসা নিয়ে নাসির থানায় যান। 

আহাদ পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনার পর বাসযাত্রীকে উদ্ধার করে হাসপাতাল পাঠিয়েছি এবং তিনজনকে আটক করে পল্টন থানায় পাঠিয়েছি। পরে ঐ যাত্রীকেও থানায় পাঠাই। 

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ জানিয়েছে আহত ব্যাক্তি ও বাসটির মালিক একে অপরের আত্নীয়। ঘটনাটি দুপক্ষের সমঝোতার মাধ্যমে মীমাংসা হয়ে গেছে।


একাত্তর/এআর

দেশের ১০টি জেলায় গাছ থেকে পেরেক তোলা কর্মসূচি সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক ও বন বিভাগ। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নেয়া এই কর্মসূচি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো 'ইফতার ও দোয়া অনুষ্ঠান-২০২৫'।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, আগামী প্রজন্মের জন্য একটি পরিবেশবান্ধব নগর গড়তে তরুণদের এক সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তরুণদের চিন্তাভাবনাকে যুক্ত করে নগরের জীববৈচিত্র রক্ষায়...
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিয়ে মন্তব্যে আমেরিকার...
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত গাজীপুর মেট্রোপলিটনের সাবেক কমিশনার ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
হেড কোয়ার্টার’ পদ পেতে অদ্ভূত কাণ্ড ঘটিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গাজীপুর কর অঞ্চলের সহকারী কমিশনার রেজাউল গনি। এক ডেপুটি কমিশনারকে সরিয়ে দিতে, কমিশনার বরাবর ইনকিলাব মঞ্চের নামে উড়ো চিঠি...
নরসিংদীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ধর্ষকের সহযোগীরা ভিডিও ধারণ ও ঘটনা কাউকে জানালে গলাকেটে হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত