সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
 

ঢামেক চিকিৎসকের বিরুদ্ধে নগদ টাকা নিয়ে অপারেশনের অভিযোগ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ০১:৩২ পিএম

দেশের সরকারি হাসপাতালগুলোতে অপারেশনের জন্য কোনো খরচ না লাগলেও ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের বিরুদ্ধে রোগী ও তার স্বজনদের কাছ থেকে অর্থের বিনিময়ে রোগী অপারেশন করার অভিযোগ পাওয়া গেছে। ওই চিকিৎসকের বিরুদ্ধে আরও অভিযোগ, জরুরি কোনো রোগীর আইসিইউ প্রয়োজন হলে তিনি পছন্দের হাসপাতালে পাঠিয়ে দেন। এ ব্যাপারে কয়েক রোগীর স্বজন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছেন। 

অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. পীযুষ কান্তি মিত্র। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারী বিভাগে কর্মরত আছেন। 

অভিযোগের ব্যাপারে হাসপাতালটির নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসিত চন্দ্র সরকার বলেন, অভিযোগগুলো পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল পরিচালকের কাছে অভিযোগ দুটি পাঠানো হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, গত ২৯ আগস্ট কেরাণীগঞ্জে নাজিফা (৪) নামে এক শিশু মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়। শিশুটির বাবা মো. খোরশেদ আলম অভিযোগ করে বলেন, ডা. পীযূষ কান্তি মিত্র সন্তানকে অপারেশন শেষে ১০ হাজার টাকা দাবি করেন। পরে অনেক আকুতি করে আট হাজার টাকা দিয়েছি। তিনি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে বিষয়টি তদন্ত ও টাকা ফেরতের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। 

একদিন রাতে চকবাজার থানার দেবিদাস ঘাট লেন এলাকার মো. গজ নবী (৪০) মাথায় ফ্যানের আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন। রোগীর ভাতিজা মো. জুয়েল আহমেদ অভিযোগ করে বলেন, ভর্তির পর চিকিৎসক পীযুষ কান্তি মিত্র কাছে শরণাপন্ন হলে তিনি জরুরি অপারেশনের পরামর্শ দেন। এসময় ওই চিকিৎসক জানান, এ অপারেশন করতে গেলে একটি মেশিন লাগবে। ওই মেশিন বাবদ ২০ হাজার টাকা দিতে হবে। পরে ১০ হাজার টাকা দেন। এক পর্যায়ে জানতে পারেন অপারেশনের জন্য কোনো মেশিন লাগেনি। পরে চিকিৎসকের কাছে টাকা ফেরত চাইলে তখন উল্টো ১০ হাজার টাকা দাবি করে বসেন। এব্যাপারে জুয়েল টাকা ফেরতসহ কর্তৃপক্ষের কাছে বিচার দাবি করেছেন। 

অনুসন্ধানে আরও জানা যায়, গত দুই আগস্ট কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়ো হাটি গ্রামের আমজাদ হোসেন (৪৮) মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন। রোগীর ভাই মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, ডা. পীযূষ ওই রাতেই আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে অপারেশন করেছেন। রোগীর অবস্থা খারাপ থাকায় একটি মোবাইল নম্বরে যোগাযোগ করে রোগীকে দ্রুত সেখানকার আইসিইউতে নিতে বলেন। কিন্তু সেখানে না নেওয়ায় তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। কিন্তু সামর্থ না থাকায় হাসপাতালে রোগী রাখা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ আগস্ট রোগীটি মারা যায়।  

আরও পড়ুন: আগামী মাসে দুই কোটি মানুষ করোনা টিকা পাবে: স্বাস্থ্যমন্ত্রী

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় ডা. পীযূষ কান্তি মিত্রের সঙ্গে। টাকা নেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, দেখেন এসব অপারেশন করতে গেলে একটি মেশিন ভাড়া আনতে হয়। মেশিনটির ভাড়া আট হাজার টাকা। তিনি আরও বলেন আমার পেছনে কিছু চিকিৎসক ও কর্মচারীর একটি গ্রুপ লেগে আছেন। তারাই প্রি প্লান করে অভিযোগ গুলোর ব্যবস্থা করিয়েছেন। 

অভিযোগের বিষয়ে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, অভিযোগ এখনও হাতে পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি 

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো 'ইফতার ও দোয়া অনুষ্ঠান-২০২৫'।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, আগামী প্রজন্মের জন্য একটি পরিবেশবান্ধব নগর গড়তে তরুণদের এক সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তরুণদের চিন্তাভাবনাকে যুক্ত করে নগরের জীববৈচিত্র রক্ষায়...
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
কর্মক্ষেত্র থেকে বিরতি নেওয়া নারীদের কাজে ফেরাতে ব্র্যাকের ‘ব্রিজ রিটার্নশিপ’ শীর্ষক কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রায় ১ হাজার ১০০ আবেদনকারীর মধ্য থেকে ১৫ জনকে বেছে নেওয়া হয়েছে,...
নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুতই সংসদ নির্বাচন দেয়ার কথা জাতিসংঘকে জানিয়েছে বিএনপি। আর সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জাতীয় নাগরিক পার্টি...
ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে...
নতুন দল গঠন করে ছাত্রনেতারা যে বক্তব্য দিচ্ছে তাতে আবারও ১/১১ এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়কার মতো ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত