সেকশন

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
 

আগামী ১১ নভেম্বর হবে ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৫:৫৯ পিএম

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। এছাড়া, পৌরসভা ও সিরাজগঞ্জ-৬ আসনের উপ নির্বাচনের ফরমও বিক্রি করা হচ্ছে। 

আওয়ামী লীগ বলছে, আগেরবারের বিদ্রোহীদের এবার কোনভাবেই মনোনয়ন দেয়া হবে না। সেই সাথে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

আগামী ১১ নভেম্বর হবে ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এছাড়া ১০টি পৌরসভা ও সিরাজগঞ্জ ৬ আসনের উপনির্বাচন হবে ২ নভেম্বর। এসব নির্বাচনের জন্য শনিবার থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।

রোববারও ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ছিলো ইউনিয়ন পরিষদগুলোর মনোনয়ন প্রত্যাশিদের ভীড়। যাদের অনেকেরই অভিযোগ তৃণমূল থেকে মনোনয়ন প্রত্যাশীদের সবার নাম পাঠানোর নির্দেশনা থাকলেও নিজেদের পছন্দমতো নাম কেন্দ্রে পাঠানো হচ্ছে।  

তবে কারো নাম রেজুলেশনে না থাকলেও বিভাগীয় সম্পাদকদের সুপারিশে তারা মনোনয়ন ফরম কিনতে পারবেন।

কেন্দ্রীয় নেতারা বলছেন, এর আগে যারা দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করেছেন তাদের আর মনোনয়ন দেয়া হবে না। পরিবারতন্ত্রের বাইরে দলের ত্যাগী নেতাকর্মীদেরই মূল্যায়ন করা হবে।

৬ অক্টোবর পর্যন্ত মনোনয়ন বিক্রি শেষে ৭, ৮ ও ৯ অক্টোবর মনোনয়ন বোর্ডের সভায় নৌকার প্রার্থী চুড়ান্ত করবে আওয়ামী লীগ।



একাত্তর/ এনএ

রাজস্বখাতে চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে দীর্ঘ বিশ দিন যাবত লাগাতার অবস্থান কর্মসূচি পালনকারী তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন,...
জনগণের যে প্রত্যাশা ছিলো রোজার আগে নির্বাচনের সেটা পূরণ হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 
মানুষ না খেয়ে থাকতে রাজি, ভোট না দিয়ে থাকবে না। গুণগত পরিবর্তন আনতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। 
ঐকমত্যের ভিত্তিতে সবাই মিলে প্রণয়ন করবে জুলাই সনদ। যেখানে থাকবে নতুন বাংলাদেশ পরিচালনার রূপরেখা।
ইরানে বসবাসরত বাংলাদেশি এবং বাংলাদেশে থাকা তাদের স্বজনদের যোগা‌যো‌গের জন‌্য তেহরান এবং ঢাকায় হটলাইন চালু ক‌রে‌ছে সরকার।
গত দেড় দশকে ঘটে যাওয়া গুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের যেকোনো সহযোগিতা বাংলাদেশ স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস।
বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের...
২৪ ঘণ্টায় দেশে ২৫ করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে মৃত্যু হয়েছে এক জনের। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৮২ শতাংশে। যা গতদিনের তুলনায় বেশি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত