দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। এছাড়া, পৌরসভা ও সিরাজগঞ্জ-৬ আসনের উপ নির্বাচনের ফরমও বিক্রি করা হচ্ছে।
আওয়ামী লীগ বলছে, আগেরবারের বিদ্রোহীদের এবার কোনভাবেই মনোনয়ন দেয়া হবে না। সেই সাথে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আগামী ১১ নভেম্বর হবে ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এছাড়া ১০টি পৌরসভা ও সিরাজগঞ্জ ৬ আসনের উপনির্বাচন হবে ২ নভেম্বর। এসব নির্বাচনের জন্য শনিবার থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।
রোববারও ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ছিলো ইউনিয়ন পরিষদগুলোর মনোনয়ন প্রত্যাশিদের ভীড়। যাদের অনেকেরই অভিযোগ তৃণমূল থেকে মনোনয়ন প্রত্যাশীদের সবার নাম পাঠানোর নির্দেশনা থাকলেও নিজেদের পছন্দমতো নাম কেন্দ্রে পাঠানো হচ্ছে।
তবে কারো নাম রেজুলেশনে না থাকলেও বিভাগীয় সম্পাদকদের সুপারিশে তারা মনোনয়ন ফরম কিনতে পারবেন।
কেন্দ্রীয় নেতারা বলছেন, এর আগে যারা দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করেছেন তাদের আর মনোনয়ন দেয়া হবে না। পরিবারতন্ত্রের বাইরে দলের ত্যাগী নেতাকর্মীদেরই মূল্যায়ন করা হবে।
৬ অক্টোবর পর্যন্ত মনোনয়ন বিক্রি শেষে ৭, ৮ ও ৯ অক্টোবর মনোনয়ন বোর্ডের সভায় নৌকার প্রার্থী চুড়ান্ত করবে আওয়ামী লীগ।
একাত্তর/ এনএ