বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ছাত্রলীগকে অনেক কাজ করতে হবে।
রোববার (১৭ অক্টোবর) শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে ল্যাবরোটরি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সাম্প্রদায়িক রাজনীতি শুরু হয়। এদের শিকড় ডাল-পালা অনেক বেড়ে গেছে। সাম্প্রদায়িক শক্তি বিষধর সাপ। সুযোগ পেলেই ছোবল মারবে। আমাদের অবাক করেছে, আমরা ভাবতেই পারিনি। গত ১২ বছরে এমন কিছু হয়নি, ১৩ বছরে এসে এমন হবে, আমাদের আরে সর্তক থাকার দরকার ছিল।
ওবায়দুল কাদের বলেন, জামাত আর বিএনপি, ভেতরে ভেতরে মধুর পিরিতি, এই বন্ধন কোনো দিনও ছিন্ন হবে না। জামাত ছাড়া বিএনপি অচল, আর জামাতেরও কোনো নির্ভরযোগ্যে ছাতা নাই। অনেক নামে সাম্প্রদায়িক শক্তি, কিন্তু তাদের সবার ঠিকানা একটাই সেটা হলো বিএনপি।
কাদের আরো বলেন, সাম্প্রদায়িক শক্তি তৎপর, তারা বুঝে গেছে ভোটে ও আন্দোলনে শেখ হাসিনাকে হারানো যাবে না। তাই ষড়যন্ত্রের শুরু হয়েছে।
আরও পড়ুন: সরবরাহ ঘাটতির আতঙ্ক দাম বাড়ার মূল কারণ: এফবিসিসিআই
ওবায়দুল বলেন, আগামী বছর পদ্মাসহ চারটি বড় প্রকল্প উদ্বোধন হবে। এটাই বিএনপির গাত্রদাহ। তারা দিনের বেলাতেও অন্ধকার দেখে।
সেতুমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেন, দেশের কোথায় অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না। তরুণ সমাজ প্রস্তুত আছে। বিএনপি সাম্প্রদায়িক শক্তির একনম্বর পৃষ্টপোষক। সাম্প্রদায়িক অপকর্মের জনক বিএনপি। ৭৫ -এর পর শেখ হাসিনার মতো কোনো সংখ্যালঘু বান্ধব সরকার আসেনি, যারা এসব করে তাদের কোনো দল নেই, এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে।
একাত্তর/আরএ