সেকশন

রোববার, ২২ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
 

শুরু থেকেই বঙ্গবন্ধুকে হুমকি মনে করতো পাকিস্তানের শাসকগোষ্ঠী

আপডেট : ২৯ মার্চ ২০২১, ০১:৪৮ পিএম

সৌমিত্র মজুমদার


সেই ১৯৪৮ সাল থেকেই তরুণ নেতা শেখ মুজিবুর রহমানকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করতো পাকিস্তানী শাসকগোষ্ঠী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁর সব কর্মকাণ্ডের ওপরই চালানো হতো গোয়েন্দা নজরদারি। দেশভাগের এক বছর পর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বাঙালির ক্ষোভ বাড়ছিলো। তরুণ নেতা শেখ মুজিবুর রহমানের ওপর গোয়েন্দা নজরদারির শুরু তখন থেকেই। 

শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দেয়া প্রথম গোয়েন্দা রিপোর্ট দেয়া হয় ১৯৪৮ সালের ১৩ জানুয়ারি। ওইদিন তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবন বর্ধমান হাউসে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী আই আই চুন্দ্রিগরের উপস্থিতিতে মুসলিম লীগের সভা চলা অবস্থাতেই শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রকাশিত ৩ টাকা মূল্যের পূর্ব পাকিস্তানের দুর্ভাগা জনসাধারণ কৈফিয়ত দিতে হবেঃ আমাদের দাবি শীর্ষক বইটি বিক্রি করা হয়। এরপর ৩ মার্চে ১৯৪৮ দ্বিতীয় গোয়েন্দা প্রতিবেদনে একটি রাজনৈতিক লিফলেট প্রকাশের খবর পাওয়া যায়। 

বঙ্গবন্ধু গবেষক মমতাজউদ্দীন পাটোয়ারী এবং মোনায়েম সরকার বলেন, সে সময় থেকেই মুজিবকে নিজেদের জন্য হুমকি মনে করতো পশ্চিম পাকিস্তান। তাই তার প্রতিটি গতি প্রকৃতি ও কর্মকাণ্ডের ওপর গোয়েন্দা নজরদারি চলতো। তারা জানান, ১৯৪৮ থেকে ১৯৫০ মাত্র এই দুই বছরে ২৮ বছরের তরুণ শেখ মুজিবের বিরুদ্ধে ৩২১টি গোয়েন্দা প্রতিবেদন দেওয়া হয়। ওই সময়েই তিনি বিপুল জনপ্রিয় নেতায় পরিণত হয়েছিলেন। এ কারণে তার আটকাদেশের মেয়াদও বেড়েছে দফায় দফায়। 

১৪ খণ্ডের এই গুরুত্বপূর্ণ গোপনীয় গোয়েন্দা দলিল ছিলো শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে। সেগুলো থেকে ইতিহাসের আরো গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন হতে পারে বলছেন বিশ্লেষকরা। 


দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা দীর্ঘায়িত করা হলে তা রুখে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। 
রাজনীতি কৌশল আর শক্তি প্রয়োগের খেলা। কিন্তু এর বাইরে ঠান্ডা মাথা আর প্রতিপক্ষকে সম্মানের চোখে দেখলে, অনেক সমস্যাই সমাধান হয়ে যায় মুহূর্তেই। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূসের সঙ্গে বৈঠকে এই...
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার।
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। 
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত