সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

ইসি গঠন প্রক্রিয়াতে বিএনপির আগ্রহ নেই: ফখরুল

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৮ পিএম

সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির কোন আগ্রহ নেই বলে আবারো জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি সোজা ভাষায় জানিয়ে দেন, শুধু সার্চ কমিটি নয়, নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে কোনো প্রক্রিয়াতে থাকবে না বিএনপি।

রোববার সকালে, ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। ফখরুল বলেন, এই সার্চ কমিটিও বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়।

সার্চ কমিটিতে অংশ না নেয়া সম্পর্কে তিনি বলেন, কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে রাজনৈতিক দলের ওপর কোনো বাধ্যবাধকতা থাকতে পারে না। 

অন্য দলের সিদ্ধান্তের বিষয়ে কেউ হস্তক্ষেপ করতে পারেন না। বিএনপির সিদ্ধান্তের বিষয়ে কথা বলা কতটুকু সমীচীন হবে, সেটা ভেবে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি। 

ফখরুল বলেন, শুধু সার্চ কমিটি নয়, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কোনো প্রক্রিয়াতেও আমরা থাকব না। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, এটা পরীক্ষিত সত্য। তাই এ সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোনো আগ্রহ নেই।

তিনি জানান, কমিটির প্রধান নিজেই আওয়ামী লীগের নমিনেশন প্রত্যাশী ছিলেন। তার বাবা আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তার ভাই বর্তমান প্রধানমন্ত্রীর একান্ত সচিব ছিলেন। 

তিনি বলেন, সেখানে আরো একজন আছেন, যারা এর আগে নির্বাচন কমিশনে ছিলেন তাদের ভূমিকা আমরা দেখেছি। সুতরাং নিরপেক্ষতা প্রশ্ন আসতে পারে না।

বিএনপি মহাসিচব বলেন, ইসি, সুষ্ঠু নির্বাচন ও দেশ পরিচালনার ব্যর্থতার সব দায় আওয়ামী লীগের। আওয়ামী লীগ সভানেত্রী ও সম্পাদক ওবায়দুল কাদের এ দায় এড়াতে পারবেন না। 

তিনি বলেন, সার্চ কমিটি নিয়ে আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নেবে, তা বলতে পারি না। বিএনপিকে নিয়ে কথা বলে, সেটা বলতে পারে। তবে তা কতটুকু সমীচীন হবে তা ভেবে দেখা দরকার।

আরও পড়ুন: ইসি নিয়ে সাংবিধানিক শূণ্যতা দেখছেন না আইনমন্ত্রী

সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুন-উর রশীদসহ দলটির নেতাকর্মীরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শের-ই-বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ।
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
জনগণ নির্বাচন নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের অবসান চায় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডিসেম্বর টু জুন নয়, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। 
সংস্কার চলমান প্রক্রিয়া। তবে নির্বাচন এবং সংস্কারকে কেন মুখোমুখি দাঁড় করানো হচ্ছে- এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল এসিসটেন্ট (আইডিইএ)। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপরও জোর...
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার কিছু সময় পর এ ঘটনার দায় স্বীকার করেছিলো অখ্যাত সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শের-ই-বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ।
ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৮০০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত