সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
 

‘বিএনপি সার্চ কমিটি নিয়ে জনমনে সন্দেহের দানা সৃষ্টি করছে’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৪ পিএম

বিএনপি সার্চ কমিটি নিয়ে পিছনে বসে জনমনে সন্দেহের দানা সৃষ্টি করছে। দলটি জনগণের পালস জানেন না। তারা জনগণের কাছে আস্থা অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শ‌নিবার (১৯ ফেব্রুয়ারি) দুপু‌রে ঢাকা মহানগর দক্ষিণের কামরাঙ্গিরচর এলাকার একটি কমিউনিটি সেন্টারে ৫৫, ৫৬ ও ৫৭নং ওয়ার্ডের আয়োজনে আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের পছন্দ মতো নির্বাচন কমিশন হবে না, তবে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন হবে বলেও মন্তব্য করেছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

তিনি বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন সার্চ কমিটি আমাদের উপহার দেবে। সেই নির্বাচন কমিশন আগামী দিনে যথা সময়ে নির্বাচনের আয়োজন করবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকার একটি মৃত ইস্যু। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আর কখনো প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে বিএনপি হত্যা করেছে। ওই ফাঁদে বাংলাদেশ আর পা দেবে না।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে সার্চ কমিটি বসেছে। ৩ শতাধিক নামের তালিকা তাদের কাছে জমা হয়েছে। সংবিধান তাদের যে ক্ষমতা ও দায়িত্ব দিয়েছে সে অনুযায়ী তারা রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের তালিকা জমা দেবেন। অনেকে অনেক কথা বলেন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বিএনপির সুরেই কথা বলেন।

আরও পড়ুন: ঐক্যবদ্ধ থাকলে বিজয় ঠেকাতে পারবে না: কাদের

বিএনপি এবং বদিউল আলম মজুমদারের কথার মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। বলেছেন, ১০ জনের নামের তালিকা প্রকাশ করতে হবে। কেন! এটা কি সার্চ কমিটির কার্যতালিকার মধ্যে পড়ে? পড়ে না। ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেবেন, তিনি সেখান থেকে ৫ জনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করবেন, যোগ করেন কামরুল ইসলাম।


একাত্তর/আরএ

ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
অনেকে ফ্যাসিবাদিদের পুনর্বাসন করার স্বপ্ন দেখছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে পাঁচটি গণহত্যা চালিয়েছে, সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত এদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেয়া হবে না বলে মন্তব্য...
২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুনানি ৪ মে ধার্য করেছেন আপিল বিভাগ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শের-ই-বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অনশন ও তীব্র আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি মে মাসের আট তারিখে হওয়ার কথা ছিল। 
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত