স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রে শ্রদ্ধা জানাবে বিএনপি।
শুক্রবার (২৫ মার্চ) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিটির আহবায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ২৬ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। বর্তমান সরকার ইতিহাসের সত্যকে অস্বীকার করতে চায়।
সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ জানান, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে ২৭ মার্চ দুপুর দুইটায় কালুরঘাট বেতারকেন্দ্রে শ্রদ্ধা নিবেদন করা হবে। শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে বিএনপির মহাসচিব, দলের স্থায়ী কমিটির সদস্য, সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: শত কোটি টাকা লাভের পরও কেন গ্যাসের দাম বাড়াতে চায় তিতাস?
এসময় দলমত-নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহবান জানান খন্দকার মোশাররফ।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কমিটির সদস্যসচিব আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
একাত্তর/এসি