সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

পদত্যাগ করুন, নচেৎ পালাবার পথ পাবেন না, সরকারকে ফখরুল

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০৯:০৫ পিএম

সরকারকে পদত্যাগ করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নচেৎ পালাবার পথ পাবেন না।

শনিবার (২৬ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ফকিরাপুল, নয়াপল্টন, বিজয়নগর সড়ক নেতাকর্মীদের পাদচারণায় কানায় কানায় পূর্ণ ছিল।

বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতা র‌্যালির মধ্য দিয়ে সরকার পতনের বাণী পৌঁছে দিতে চাই। সরকারের দিন শেষ, জনগণের কাছে ক্ষমা চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় ফ্যাসিবাদীদের মতো পরিণতি হবে।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে চাল, ডাল, তেলের দাম বেড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চেলে গেছে, নেই গণতান্ত্রিক অধিকার।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন দুর্বিষহ। দেশের মানুষের ভোটে নির্বাচিত নন বলে মানুষের কথা তারা ভাবেনা। এসময় তিনি এই উৎসাহ, উদ্দীপনা বজায় রেখে আগামী দিনের আন্দোলনে এগিয়ে যাওয়ার আহবান জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার সঙ্গে জিয়ার নাম জড়িত। ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে। সেই সময়ের আওয়ামী লীগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে বলেই জিয়ার ভূমিকা অস্বীকার করে তারা। বাকশালের মত আবার গণতন্ত্র হত্যা করে গায়ের জোরে ক্ষমতায় আছে। হাইব্রিড সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। জনগণের দাবি, সরকারকে হটাতে হবে। 

শোভাযাত্রা উপলক্ষে দুপুর ১২টার পর পর বিভিন্ন ওয়ার্ড, থানা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঢোল তবলা বাজিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা নয়াপল্টনে জমায়েত হতে থাকে। র‌্যালিতে অংশগ্রহণ করা নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেয়।

আরও পড়ুন: মাটিচাপায় এক পরিবারের তিন শিশুর মৃত্যু

স্বাধীনতা র‌্যালির শুরুর আগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের পরিচালনায় আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণের আহবায়ক আবদুস সালাম, উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।

স্বাধীনতা র‌্যালিটি নয়াপল্টন, বিজয়নগর ,পল্টন মোড়, দৈনিক বাংলা হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।


একাত্তর/এসি

দলটির শীর্ষ নেতারা বলেন, সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচন। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণার আহবানও জানান বিএনপির শীর্ষ নেতারা। 
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ষড়যন্ত্র চলছে, তবে সবাই সচেষ্ট থাকলে তা মোকাবিলা সম্ভব। তাই সবাইকে এক...
বর্তমান সরকার গণতান্ত্রিক সংগ্রামের সরকার। সরকারের প্রতি সবার সমর্থন আছে। তবে পলাতকদের ষড়যন্ত্র থেমে নেই।
বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন (৯২) মারা গেছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত