সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

'মানবাধিকার নিয়ে জাতিসংঘকে পাঠানো রিপোর্ট পক্ষপাতদুষ্ট'

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৮:২৯ পিএম

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যেসব রিপোর্ট জাতিসংঘের কাছে পাঠানো হয় সেগুলো রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে সফররত জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধি দলকে জানিয়েছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে প্রায় এক ঘণ্টার বৈঠকে ১৫ আগস্ট ও ২১ আগস্টসহ দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করা ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছে আওয়ামী লীগ। 

এসময় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

ঢাকা সফররত জাতিসংঘের এশিয়া প্যাসেফিক অঞ্চলের মানবাধিকার বিষয়ক প্রধানের সাথে আগেই বৈঠক করেছে বিএনপি। বৃহস্পতিবার তার সাথে বৈঠক করেছে আওয়ামী লীগ। সকাল ৮টা থেকে প্রায় এক ঘণ্টা চলা এই বৈঠকে নেতারা তাঁকে বলেছেন, আওয়ামী লীগই বরং মানবাধিকার লঙ্ঘনের শিকার। 

তাঁর কাছে ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্টের হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি সরকারের সময়ে গ্রেনেড হামলা করে হত্যা করা হয়েছে ২৩ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খুন হয়েছেন অন্তত ২৬ হাজার নেতাকর্মী। 

এখন যারা দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘসহ নানা সংস্থার কাছে অভিযোগ করছে, তাঁরা বিএনপি আমলের এই তথ্যগুলো আড়াল করেছে।

আরও পড়ুন: বৈশ্বিক সংকটের মূল্য দিচ্ছে বাংলাদেশ: কাদের

বৈঠক শেষে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ বলেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে রাজনৈতিক অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলকে জানানো হয়েছে।

জাতিসংঘের প্রতিনিধি দলও পৃথিবীর সব দেশেই মানবাধিকার নিয়ে অনেক সমস্যা আছে বলে আওয়ামী লীগকে জানায়। তারা মানবাধিকার রক্ষায় বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা বলেন। বৈঠকে মআংগোভেন শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের প্রশংসা করেন। 


একাত্তর/এসজে 

গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণপরিষদ নির্বাচনের দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 
এখন আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে সে দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। কারণ, প্রশাসন আপনাদের হাতে, অন্যসব স্টেট মেশিনারি আপনাদের হাতে। আওয়ামী লীগকে নিয়ে আপনারা কী করবেন সেটা আপনাদেরই ঠিক করতে হবে।
অর্থ পাচার ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এবার শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। 
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নতুনভাবে সংগঠিত হবার কৌশল নিয়েছে। এই কৌশলের অংশ হিসাবে দলটির নেতৃ্ত্বে শেখ হাসিনা থাকছেন না। ‘নব্য আওয়ামী লীগের প্রস্তুতি, নেতৃত্বে থাকবেন না শেখ...
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল এসিসটেন্ট (আইডিইএ)। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপরও জোর...
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার কিছু সময় পর এ ঘটনার দায় স্বীকার করেছিলো অখ্যাত সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শের-ই-বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ।
ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৮০০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত