সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

আওয়ামী লীগের সঙ্গে ‘খেলে’ পারবে না বিএনপি: কাদের

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৮:২৪ পিএম

আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই- এমন কথা জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে ‘খেলে’ পারবে না বিএনপি।

বুধবার দুপুরে রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখাচ্ছেন? ডিসেম্বর মাসে ১০ লাখ নিয়ে বসবেন কোথায়? ঢাকার রাজপথে? ডিসেম্বর বিজয়ের মাস।

তিনি বলেন, ডিসেম্বর আপনাদের নয়, আমাদের মাস। মুক্তিযুদ্ধের মাস। ডিসেম্বরে বিজয়ের পতাকা হাতে লাখ লাখ লোক ঢাকার রাজপথে নামবে।

বিএনপিকে উদ্দেশে করে কাদের বলেন, খেলবেন আওয়ামী লীগের সঙ্গে? পারবেন না। আমি তো বলেছি, ১০ লাখ নিয়ে বসতে চান সেটা তো পারবেন না। 

আর আমরা যদি ৩০ লাখ নিয়ে বসি এই নগরীর কী অবস্থা হবে? এমনি তো আপনারা যেখানেই মিটিং করেন সেখানেই যানজট। সেখানে আবার সরকারকে দোষ দেন। 

তিনি বলেন, বড় বড় কথা বলেন। দেখবেন লোক, ২৩ তারিখে নারায়ণগঞ্জে আসেন; সম্মেলন, জনসভা নয়। ২৯ তারিখে ঢাকা জেলার। আসুন বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের পাশে যেখানে বাণিজ্য মেলা হতো, সেখানে ঢাকা জেলার সম্মেলন।

বিএনপির বিভাগীয় সমাবেশে যত মানুষ হয়, আওয়ামী লীগের জেলা সম্মেলনেই তত মানুষ হয় দাবি করে ওবায়দুল কাদের বলেন, লোক দেখতে চান? সেখানে শেখ হাসিনা আসছেন না। সেখানে আওয়ামী লীগের অন্য নেতারা যাবে। জনসংখ্যা কত হয় দেখতে আসেন? 

কাদের বলেন, ‘আমাদের লোকের ভয় দেখান? রাসেলের জন্মদিনে বনানীর দৃশ্য কি দেখেছেন? খালি নিজেদের মিটিং দেখেন। বনানীতে ফুল দিতে ওখানে কত হাজার তরুণ উপস্থিত ছিল।

তিনি বলেন, ফখরুল সাহেব, ২০০১ সালের পুনরাবৃত্তি হবে না ইনশাআল্লাহ। ২০০১ সাল ভুলে যান। এখন ২০২২ সাল। ২০০১ সালে কত যে কুকর্ম করেছেন ক্ষমতায় যাবার জন্য। ক্ষমতায় এসে লুটপাট, রক্তপাত, নারী নির্যাতন, গুম, খুন, কী না করেছেন। সেই দুঃশাসন, সেই লুটপাটের হাওয়া ভবনে বাংলাদেশের মানুষ আর ফিরে যাবে না। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্ষোভ জানিয়ে বলেন, আপনারা বিদেশিদের কাছে ধর্না দেন, তাদের কাছে বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করেন। আবার বড় বড় কথা বলেন, লজ্জা করে না? আপনাদের লজ্জা থাকা উচিত।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, আনিসুর রহমানসহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।


একাত্তর/এআর

চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, অস্বচ্ছতা এবং নীতিবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।  
বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেরই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান না করানোর জন্য...
চার দেয়ালের মাঝ থেকে বেরিয়ে সরাসরি বিএনপির নেতৃত্বে আসেন বেগম খালেদা জিয়া। বিএনপির মত বড় দলের অভিযাত্রায় জেল, জুলুম, চিকিৎসাহীনতা সহ্য করে তিনি আপোষহীন নেত্রীর তকমা পেয়েছেন।
সব রাজনৈতিক দল, শ্রেণি-পেশার সংগঠন, ছাত্র-যুব সংগঠন সবার দৃঢ় ঐক্য গড়ে তোলা দরকার, যাতে কেউ কোনোভাবে দেশে নতুন করে সাংবিধানিক কিংবা রাজনৈতিক সংকট তৈরি করতে না পারে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী...
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত