বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী সিঙ্গাপুরে পৌঁছেছেন।
সোমবার স্থানীয় সময় বেলা ৩টায় সেখানে পৌঁছান তারা।
বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে সস্ত্রীক বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বিকেল ৩টায় সেখানে পৌঁছান তারা। সিঙ্গাপুরে বিএনপির প্রবাসী নেতারা তাদের স্বাগত জানিয়েছেন বিমানবন্দরে।
মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিকিৎসকের শিডিউল আছে বলে জানা গেছে।