সেকশন

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 

মানুষ মুক্তভাবে কথা বলতে পারছে না: ফখরুল

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০১:৩২ পিএম

মুক্তিকামী বাঙালি ভেবেছিল যুদ্ধের মধ্যদিয়ে যে দেশ তৈরি হবে সেই রাষ্ট্রের মালিক হবেন তারা, কিন্তু  মানুষ এখন মুক্তভাবে কথা বলতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশে এ অভিযোগ করেন মির্জা ফখরুল। 

ফখরুল বলেন, ১৯৭১ সালে যে আকাঙ্ক্ষা নিয়ে বাঙালি অস্ত্র হাতে তুলে নিয়েছিল সেই আকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি। মুক্তিকামী বাঙালি ভেবেছিল যুদ্ধের মধ্য দিয়ে যে দেশ তৈরি হবে সেই রাষ্ট্রের মালিক হবেন তারা। কিন্তু বাস্তবতা ভিন্ন। মানুষ এখন মুক্তভাবে কথা বলতে পারছে না। অন্যদিকে সরকার রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে সরকার ভেঙে চুরমার করে দিয়েছে।

তিনি আরও বলেন, যে চেতনা নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, ৫২ বছর পরে সে স্বপ্ন আজ ভুলন্ঠিত। বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে। সরকার সংবিধানে কাটাছেঁড়া করেছে নিজেদের স্বার্থে। সেখানে একটি দল, পরিবার ছাড়া কিছুই নেই।

মির্জা ফখরুল বলেন, সরকার সুপরিকল্পিতভাবে গত দুই নির্বাচনের মতো এবার আরও নাটক করে নির্বাচন করেছে। এই নির্বাচনকে বাংলাদেশের মানুষ ও আন্তর্জাতিক অঙ্গন কেউ গ্রহণ করেনি। আওয়ামী লীগের নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকার। আওয়ামী লীগ ছদ্মবেশী গণতন্ত্রের কথা বলে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সহজ নয়। ২২ জন গত দু বছরে প্রাণ দিয়েছে। হাজার হাজার নেতাকর্মী কারাগারে। মিথ্যা মামলা দিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের ঘরছাড়া করে রেখেছে। ১৫০০ নেতাকর্মীকে কারাদণ্ড দেয়া হয়েছে। 

ছাত্রদলের নেতাকর্মীদের তিনি বলেন, শুধু স্লোগান দিলে হবে না, ক্যাম্পাসে সংগঠিত হতে হবে। ভয়াবহ শক্তিশালী করতে হবে। সাহস বুকে তৈরি করে রাজপথে অনড় থাকার প্রস্তুতি নিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করুন। 

বিএনপির মহাসচিব বলেন, যেখানে মানুষ তিনবেলা খাবার জোটাতে পারছে না। সেখানে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, সেই দায়ও সরকার নিচ্ছে না। তারা মেনে নিচ্ছে না, তাদের অক্ষমতা ও দুর্নীতির কারণেই বিপুল অংকের টাকা লুট হয়ে যাচ্ছে। রমজান মাস মানুষ খাবার কিনতে পারছে না। ১৪ বিলিয়ন ডলার লুট হয়েছে। ব্যাংক একীভূত করা হচ্ছে আরেকটি দুর্নীতি করতে, এই একীভূতকরণও একটা দুর্নীতির ফাঁদ।

 

এআর
অবশেষে বরফ গললো অন্তর্বর্তী সরকার ও বিএনপির সম্পর্কে। উভয় পক্ষের কিছুটা ছাড়ে এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে সংসদ নির্বাচন পেছানো বার্তাকে ‘দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ’ বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুতই দেশে ফিরবেন।
লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকটি হবে ঐতিহাসিক এবং এটি নিঃসন্দেহে গণতন্ত্রের জন্য সুবাতাস এনে দেবে বলে প্রত্যাশা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।
ইসরাইলের চালানো একাধিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার বিকাল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) জরুরি বৈঠকে বসবে বলে জানিয়েছে চলতি মাসে পরিষদে সভাপতিত্বকারী দেশ গায়ানা।
মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
অবশেষে বরফ গললো অন্তর্বর্তী সরকার ও বিএনপির সম্পর্কে। উভয় পক্ষের কিছুটা ছাড়ে এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত