করোনার গণটিকা কার্যক্রম সফলে সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সকালে (৮ জুলাই) সম্পাদকমণ্ডলীর সঙ্গে দলের ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের বিশেষ সভায় ওবায়দুল কাদের এ কথা জনান।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, আগামী ৭ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত সারা দেশে করোনা মোকাবিলায় গণটিকা কার্যক্রম চালানো হবে।
এই গণটিকা কার্যক্রম সফল করার জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীকে সারা দেশে ক্যাম্পেইন চালাতে হবে।
তিনি আরও জানান, চলতি বছরের মধ্যেই ১০ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। তবে, ওবায়দুল কাদের অভিযোগ করেন, সরকার যখন টিকা ব্যবস্থা করছে তখনও বন্ধ নেই বিএনপির মিথ্যাচার।
একাত্তর/ এনএ