সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

‘শহীদের রক্তে লেখা সংবিধানকে যখন কবর দেয়ার কথা বলে তখন কষ্ট লাগে’

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ছাত্ররা এককভাবে জুলাই-আগস্টের আন্দোলনের ক্রেডিট নিতে চায়। এটা ঠিক না। শহীদের রক্তের ওপর দিয়ে লেখা সংবিধানকে যখন কবর দেয়ার কথা বলা হয় তখন কষ্ট লাগে। কীভাবে বলেন? সংবিধান একটি রাফপাতা নয়, চাইলেই ছুড়ে ফেলে দিলাম।

রোববার (২৯ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নব নির্বাচিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদিদের মুখ থেকে আসে। মেরে ফেলবো, কেটে ফেলবো। ছাত্ররা যেভাবে কথা বলছে, তাতে ৭১ সালে স্বাধীন করে আমরা কি করলাম? একটা পক্ষ বলবে পাকিস্তান থেকে দেশকে আলাদা করে ভুল করেছি। আমরা একাত্তরের রক্তের সমর্থক।

মির্জা আব্বাস বলেন, শুধু সংস্কার করবো, এক ঢোল পেটায় যাচ্ছি, কিছুই দেখছি না। সংবাদপত্রের স্বাধীনতা আছে কিন্তু সাংবাদিকদের স্বাধীনতা নেই। সংস্কার করার কথা করেন, যতটুকু লাগে করেন। তারপর নিদিষ্ট সময় নির্বাচন দেন।

তিনি আরো বলেন, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এটা ভাবে দেশের মানুষ। বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি ভাবে না। কেউ যদি ভাবে পুরো বাংলাদেশ তাদের পাশে আছে, তাই বলে যা খুশি তাই করবেন সেটা ভালো হবে না।

এসময় মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতায় যাবে এটা কখনো ভাবে না। বিএনপি নির্বাচন চায়। ভোটের অধিকার চায়।

মির্জা আব্বাস বলেন, সচিবালয়ে বাকশালী সচিবকে নিয়োগ দেয়া হয়েছে। বাকশালীদের রেখে আপনারা কি সংস্কার করবেন। আপনারা আবারও কি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন?

সচিবালয়ে আগুন লেগেছে, আনসার বিদ্রোহ হয়েছে আরো কতকিছু হবে আমরা কেন সেই সুযোগ দিচ্ছি? আমাদের দেশের পাশে যারা আছে তারা বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দিতে চান না।

তিনি বলেন, আনসার বিদ্রোহ, আগুন এমনি এমনি হচ্ছে না। কেউ না কেউ উসকানি দিচ্ছে। তারা সচিবালয়ে বসে আছে। তারা উপদেষ্টাদের সহযোগী হিসেবে কাজ করছে।

একাত্তর/আরএ
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংস্কার করার মধ্য দিয়ে নতুন গন্তব্যে পৌঁছাতে চায় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 
লন্ডনের বৈঠক জাতির জন্য ইতিবাচক, এটিকে প্রশ্নবিদ্ধ করে সামনের চলার পথে বিঘ্ন সৃষ্টি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জনগণের যে প্রত্যাশা ছিলো রোজার আগে নির্বাচনের সেটা পূরণ হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত