তদন্ত কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার নেপথ্য খলনায়কদের স্বরূপ জাতির সামনে উন্মোচন করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর এ দাবি জানান তিনি।
সেই সাথে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ করতে ব্যর্থ হওয়ায় সে সময়ের আওয়ামী লীগের নেতৃত্বের মুখোশ উন্মোচন করার দাবিও জানান তিনি।
প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর সকাল পৌনে ৭টায় ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা। পরে ওবায়দুল কাদের বলেন, তদন্ত কমিশন গঠন করে ১৫ আগস্টের নেপথ্য খলনায়কদের স্বরূপ উন্মোচন করতে হবে।
আরও পড়ুন: ১৫ আগস্ট নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। ধানমন্ডি ছাড়াও বনানী বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের কবরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা।
একাত্তর/এসজে