পতিত স্বৈরাচারের দোসররা পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে এক জনসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীর আমির বলেন, ষড়যন্ত্রকারীদের উস্কানির কারণে যত ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে তার সমস্ত উস্কানিদাতাদের নিতে হবে।
তিনি বলেন, চাঁদাবাজ আর দখলদারদের নির্মূল করা না গেলে শহিদদের রক্তের সাথে বেইমানি করা হবে।
আওয়ামী লীগের আমলে যত টাকা পাচার হয়েছে সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষাব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেবে।
এসময় দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে নারায়ণগঞ্জকে সন্ত্রাসীমুক্ত রাখার অঙ্গীকার করেন জামায়াত নেতারা।