সেকশন

সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
 

পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে: ফখরুল

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০১:৪২ পিএম

নবগঠিত ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গেলে পুলিশ তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা বারোটায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ দাবি জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, নবগঠিত ঢাকা উত্তর এবং দক্ষিণ বিএনপি'র নেতাকর্মীরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছিলেন। এ উপলক্ষে সকাল সাড়ে দশটার দিকে যখন নেতাকর্মীরা মাজার এলাকায় এসে একত্রিত হচ্ছিল তখন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করার জন্য পুলিশ অতর্কিতভাবে লাঠিচার্জ, টিয়ারশেল ও গুলি নিক্ষেপ করে। এতে ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব আমিনুল হকসহ অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

তিনি বলেন, এই ফ্যাসিস্ট সরকার আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি নেতাকর্মীদের যারা শত বাধা-বিপত্তি উপেক্ষা করেও এখানে উপস্থিত হয়েছেন মাজার জিয়ারত করেছেন।

পুলিশের কার্যকলাপে আমরা তীব্র নিন্দা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে পুলিশের অভিযোগ, অনুমতি না নিয়ে এতো লোক জড়ো হওয়ায় বিএনপি নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এতে বিএনপির নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে ও বাঁশ নিয়ে তেড়ে আসে। পরে পুলিশ বাধ্য হয়ে তাদের উপর কাঁদানো গ্যাস নিক্ষেপ করে।


একাত্তর/এআর

বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে চব্বিশের অভ্যুত্থানকে এক কাতারে আনার যে প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন, তাতে ঘোর আপত্তি জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রয়োজন আছে...
দুঃখজনকভাবে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আওয়ামী লীগের কোনো ধরনের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। 
উত্তরাঞ্চলে এবারের ঈদযাত্রায় স্বস্তির আশা করছে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগসহ (সওজ) হাইওয়ে পুলিশ। ঈদে দুর্ভোগ এড়াতে খুলছে ঢাকা-বগুড়া মহাসড়কে ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের...
বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য...
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটির ময়নাতদন্তের পর ওই এলাকায় পুঁতে রাখা হয়েছে। এদিকে পালের এক সদস্যকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে একদল হাতি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত