সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
 

সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর সুযোগ নেই: মির্জা আব্বাস

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৩:৩৫ পিএম

সংস্কার সংস্কার বলে নির্বাচন পেছানোর সুযোগ নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দ্রুত সংস্কার কাজ শেষ করলে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব।

বুধবার শাহজাহানপুর থানা বিএনপি আয়োজিত বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, কিছু কিছু লোভী রাজনৈতিক দল ও রাজনীতিবিদ আছে যারা মূলত কার্যকর বিরোধী দল না। তারা নির্বাচনের বিরোধিতা করছে। তাদের মধ্যে দেশপ্রেমের লেশমাত্র নাই। তারা ভোটকে, নির্বাচনকে ভয় পায়।

এসময় সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দেন তিনি। 

চাঁদাবাজি ও অপকর্মের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিএনপির ওপর অপকর্মের দায় চাপানো সহজ। বিএনপিতে চাঁদাবাজ ও অপকর্মকারীদের ঠাঁই নাই।

তিনি আরও বলেন, ১৭ বছরে বিএনপির বহু নেতা কর্মীর ফাঁসি, গুম, খুন হয়েছে, জেল জুলুম সহ্য করেছে। ভোটের অধিকারের জন্য বিএনপি এসব করেছে।

যারা লম্বা লম্বা কথা বলেন, তাদের কতজন জুলাই আন্দোলনে শহীদ হয়েছে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, জুলাই আন্দোলনে বিএনপির ৪২২ জন শহীদ হয়েছ।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ দেশটাকে বাপের তালুক ভাবতো। তাদের মতো আপনারাও দেশটাকে তালুক ভাববেন না। কথাবার্তা হিসাব করে বলবেন। যাতে বিএনপির বেহিসেবি কথা বলতে না হয়।

আরবিএস
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংস্কার করার মধ্য দিয়ে নতুন গন্তব্যে পৌঁছাতে চায় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 
লন্ডনের বৈঠক জাতির জন্য ইতিবাচক, এটিকে প্রশ্নবিদ্ধ করে সামনের চলার পথে বিঘ্ন সৃষ্টি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রাজস্বখাতে চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে দীর্ঘ বিশ দিন যাবত লাগাতার অবস্থান কর্মসূচি পালনকারী তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন,...
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত